প্রবল শৈতপ্রবাহে কাঁপছে দার্জিলিঙ পার্বত্য অঞ্চল সহ সমগ্র উত্তরবঙ্গ। বছরের শেষে ঠান্ডায় দাপটে জবুথবু দার্জিলিঙ পাহাড় সহ পাহাড় লাগোয়া সমতলের শিলিগুড়ি শহর ও গ্রাম। পাহাড় ও সমতলের শিলিগুড়িতে চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবার সূর্যের দেখা মেলেনি। মঙ্গলবার ছিলো মরশুমের শীতলতম দিন। ভোরবেলা থেকেই শিলিগুড়ি শহর ও গ্রামাঞ্চলের মুখ ঢেকেছিলো ঘন কুয়াশায়। খুব সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা। শহরের তাপমাত্রার পারদ একলাফে নীচের দিকে নেমেছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ডিগ্রি সেলসিয়াস। সারাদিন মেঘলা ছিলো আকাশ। সাথে চলছে উত্তরের হিমেল হাওয়া। হালকা বৃষ্টি ঠান্ডার প্রকোপ বাড়িয়ে দিয়েছে। ফলে শীত আরো বেশী করে অনূভূত হচ্ছে। গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে রাতের তাপমাত্রা ওঠানামা করছিলো। ফলে দিনের বেলায় বেশ ভালো গরম অনূভূত হচ্ছিলো। সন্ধ্যা গড়িয়ে রাতে মাঝারি ঠান্ডা নামছিলো শহরে।
এদিনের হাড় কাঁপানো ঠান্ডায় শহর তার স্বাভাবিক ছন্দ থেকে একটু সরে গিয়েছে। দৃশ্যমানতা কম থাকায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। এদিন সকাল থেকে কয়েক দফায় হালকা বৃষ্টিতে ভিজেছে শহরের রাস্তাঘাট। কনকনে ঠান্ডায় রাস্তাঘাটে লোকজনের সংখ্যাও কম। হিলকার্ট রোড সহ শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে অন্যান্যদিনের চাইতে যানবাহনের সংখ্যাও অনেকটাই কম। খুব জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। বিকেলেই সন্ধ্যা নেমেছে শহরে। রাস্তাঘাটের বহু জায়গায় মানুষজন একত্রিত হয়ে আগুন জ্বালিয়ে উষ্ণতা উপভোগ করছেন। স্বাভাবিকভাবেই শীতবস্ত্রের দোকানগুলিতেও ভিড় উপচে পড়ছে। রাস্তাঘাটে চায়ের দোকানগুলিতে ক্রেতারা ভিড় করছেন। আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। দার্জিলিঙ সহ উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনা প্রবল। এদিকে ঠান্ডার দাপট বাড়তেই শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় পিকনিকের আসর জমে উঠেছে। কেউ বা বাড়ির ছাদে পিকনিক সারছেন। আবার অনেকে শহর ছাড়িয়ে কিছুটা দূরে উপযুক্ত জায়গায় বনভোজনের আনন্দে মেতে উঠেছে।
উষ্ণতার পারদ নেমেছে দার্জিলিঙ পাহাড়েও। স্থানীয়দের পাশাপাশি এই সময়ে দার্জিলিঙ পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা ঠান্ডার আমেজ উপভোগ করছেন। নতুন বছর আসতে হাতে মাত্র একদিন। নতুন বছরে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাষ মিলেছে। স্বাভাবিকভাবেই পর্যটকরা সেই অপেক্ষাতেই সময় গুনছেন। নতুন বছর আসার একদিন আগে পাহাড়ের এইরকম আবহাওয়ায় তুষারপাতের আনন্দে মেতে উঠতে অনেকেই আবার পাহাড়মুখো হচ্ছেন।
weather
উষ্ণতার পারদ নেমেছে উত্তরবঙ্গে
শীতের হাত থেকে রেহাই পেতে আগুনের তাপ নিচ্ছেন জলপাইগুড়ির খেটে খাওয়া মানুষ। ছবি- প্রবীর দাশগুপ্ত
×
Comments :0