Leopard

চা বাগানের নালায় উদ্ধার চিতাবাঘের দেহ

জেলা

ডুয়ার্সে ফের চা বাগান এলাকা থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে মাল ব্লকের বেদগুড়ি চা বাগানের ১২ নম্বর সেকশনের একটি নালায় চিতাবাঘের নিথর দেহ পড়ে থাকতে দেখেন চা শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এদিন সকালে নিয়মিত কাজের উদ্দেশ্যে বাগানে ঢুকেই শ্রমিকদের নজরে আসে মৃত চিতাবাঘটি। সঙ্গে সঙ্গে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে বনদপ্তরে খবর দেওয়া হয়। পরে মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেন। 
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বনকর্তারা।
উল্লেখ্য, বেদগুড়ি চা বাগান ও সংলগ্ন এলাকায় চিতাবাঘের উপস্থিতি নতুন নয়। অতীতেও চিতাবাঘের হামলায় একাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। চিতাবাঘের মৃত্যুর পাশাপাশি বারবার লোকালয়ে বন্যপ্রাণীর ঢুকে পড়া নিয়ে বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। এলাকায় নজরদারি ও নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে।
 

Comments :0

Login to leave a comment