Nigeria Presidential Election

জটলা, দীর্ঘ সারি নাইজোরিয়ার ভোটে

আন্তর্জাতিক

Discreet Scenes of Mismanagement in Nigeria Election

লাইনে দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও আসছে না ভোট দেওয়ার সুযোগ। মাঝে মধ্যেই পাকিয়ে যাচ্ছে জটলা। ভোট দেওয়ার প্রক্রিয়া ঝিমিয়ে পড়ছে। 

দেশের নানা প্রান্তে এমন অভিযোগ উঠল নাইজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে। বিশৃঙ্খলার অভিযোগে কোথাও কোথাও ভোটদাতাদের মাথা গরম করতেও দেখা গিয়েছে বলে জানাচ্ছে পশ্চিমী সংবাদমাধ্যম।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন’র বক্তব্য, লাগোসে একাধিক জায়গায় সামরিক হস্তক্ষেপ করতে হয়েছে। আবুজার শহরতলিতে কয়েক জায়গায় ভোটদাতাদের ক্ষোভ দেখা গিয়েছে। ভোটের লাইনও এগচ্ছে না ভোটদাতারাও বাড়ি ফিরবেন না। 

নাইজেরিয়ায় নথিভুক্ত ভোটদাতা ৯ কোটি ৩০ লক্ষ। আফ্রিকার এই দেশে মোট জনসংখ্যা ২০ কোটি ছাড়িয়ে। স্থায়ী ভোটার কার্ড রয়েছে ৮ কোটি ৭০ লক্ষের। 

পশ্চিমী সংবাদমাধ্যমের সব বক্তব্য যদিও মানছেন না আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ। যেমন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক ব্যারি অ্যানড্রিউজ সিএনএন’কেই বলেছেন যে এত তাড়াতাড়ি পুরো দেশের ভোটদানের বিষয়টিতে ‘বিশৃঙ্খল’ বলে দেগে দেওয়া যায় না। 

নাইজেরিয়ার মতো বড় অর্থনীতিতে ভোটের ফলাফলের দিকে আফ্রিকা তো বটেই, তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহলও।  

Comments :0

Login to leave a comment