Driver and Guard of Coromandel express is stable

সুস্থ রয়েছেন করমন্ডলের চালক, গার্ডের মস্তিস্কে অস্ত্রপচার

জাতীয়

করমন্ডল এক্সপ্রেসের ইঞ্জিন চালক গুননিধি মোহান্তি এবং তার সহকারি হাজারি বেহেরার অবস্থা স্থিতিশীল, জানালেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী। ভুবনেশ্বর এইমসে তাদের চিকিৎসা চলছে। ২জুন বাহানাগা বাজার ষ্টেশনের কাছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা স্থল থেকেই দুইজনকে উদ্ধার করা হয়েছে। গুননীধিকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হয়েছে সোমবার। হাজারি বেহেরার মাথায় অস্ত্রপচার করা হবে বলে জানিয়েছেন আদিত্য চৌধুরী।


দুই পরিবারের সদস্যরা রেল কর্তৃপক্ষের কাছে গোপনিয়তা দাবি করেছে। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেই চালকের দিকে যাতে আঙুল তোলা না হয় তারও আবেদন করেছে গুননিধি মোহান্তির পরিবার। রেল মন্ত্রকের পক্ষ থেকে যদিও চালকের দোষ নেই বলেই আপাতত ইঙ্গিত দিয়েছে। দুজনেই সুস্থ্য হয়ে উঠলে তাদের জবান বন্দি নেওয়া হবে। এদিকে দুর্ঘটনার প্রায় আড়িাই দিন পর রবিবার রাতে ওই লাইনে প্রথম একটি ভাইজাকগামী একটি পন্যবাহী ট্রেন চালান হয়। সোমবার সকালে ওই লাইন থেকেই হাওড়া পুরী বন্দে চারত এক্সপ্রেসও চালান হয়েছে। তবে খুবই ধীর গতিতে। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সঠিক কারণ এখনও জানা যায়নি, তদন্তে নেমেছে সিবিআই।

Comments :0

Login to leave a comment