Modi Priyanka Kejriwal EC

মোদীর বেলায় নীরব কমিশন, নোটিস প্রিয়াঙ্কা,কেজরিওয়ালকে

জাতীয়

নির্বাচনের মধ্যেই কেন্দ্রের সরকারের প্রধান একের পর এক প্রতিশ্রুতি বিলি করছেন। বাধা দেয়নি নির্বাচন কমিশন। সেই কমিশনই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের দায়ে শো-কজের নোটিশ ধরালো বিরোধী দুই নেতানেত্রীকে।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং ‘আপ’ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে এদিন নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার পর আদর্শ নিরবাচনী আচরণবিধি জারি করে দেয়। ছত্তিশগড়ে প্রচারের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা’ পাঁচ বছর বাড়ানোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেস বলেছে, আদর্শ আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ার মাঝে এমন ঘোষণা করতে পারেন না। কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয়। ফের জনসভায় মোদী বলেন, তিনি জনতার দরবারে বিচারপ্রার্থী।

বস্তুত মঙ্গলবারও মধ্য প্রদেশের নির্বাচনী প্রচারে ২৪ হাজার কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা করেছেন। বেতুলে তিনি বলেছেন, ‘‘আদিবাসী কল্যাণে বুধবার ভগবান বীরসা মুণ্ডার জন্মবার্ষিকী পালন করবে দেশ। ঝাড়খণ্ডে গিয়ে বীরসা মুণ্ডাকে শ্রদ্ধা জানাবো। আদিবাসী কল্যাণে ২৪ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হবে বুধবারই।’’

এদিনই নির্বাচন কমিশন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাঠানো নোটিশে বলেছে, ‘‘সোশাল মিডিয়ায় ‘আপ’ এমন কিছু বক্তব্য ও ভিডিও দিয়েছে যা নিয়ে প্রশ্ন উঠেছে। আরেকটি দলের গুরুত্বপূর্ণ প্রচারক সম্পর্কে নাম না করেও বিভিন্ন মন্তব্য করা হয়েছে। আদর্শ আচরণবিধি ভাঙার জন্য এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে না কেন তার কারণ জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে।’’

এদিনই মধ্য প্রদেশের ভোপালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি’র বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ‘‘বুন্দেলখণ্ড উন্নয়নে বিশেষ প্যাকেজ অনুমোদন করেছিল কেন্দ্রে আসীন কংগ্রেস জোট সরকার। তারপর বিজেপি কেন্দ্রের সরকারে এসেছে। কিন্তু ওই প্যাকেজের একটি টাকাও খরচ করা হয়নি। পুরো ৭ হাজার কোটি টাকা বিজেপি সরিয়েছে।’’ 

Comments :0

Login to leave a comment