এক রাত না পেরোতেই ফের হাতির হামলা। আগের দিন রাতে আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি গ্রামে হাতি বসত বাড়ির গ্রীল ভেঙে শোবার ঘরে ঢুকে পরেছিল। এবার পাশের আরেক গ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ভেঙে গুড়িয়ে দিল এক বুনো হাতি। বন জঙ্গল পেরিয়ে লোকালয়ে হাতির আসা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। বিশেষ করে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের গোসাইরহাট বিট সংলগ্ন বনবস্তি থেকে শুরু করে একেবারে লোকালয় পর্যন্ত হাতি রাতের অন্ধকারে বেরিয়ে এসে কৃষি জমি থেকে শুরু করে বসতবাড়ি দোকানঘর সমস্ত কিছুই একেবারে লণ্ডভণ্ড করে দিচ্ছে। মূলত খাবারের সন্ধানেই লোকালয়ে হাতির আনাগোনা লাগাতার।
ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নোনাই নদী সংলগ্ন দোলনা ব্রিজ এলাকার বাসিন্দা মোবারক আলীর একমাত্র সম্বল দোকানঘরটি ভেঙে তছনছ করে দিয়েছে ভোর রাতে। দোকানে থাকা বিভিন্ন সামগ্রী নষ্ট করে দিয়েছে।
পাশাপাশি এদিন গোসাইরহাট ফরেস্ট বস্তির এফভি প্রাথমিক বিদ্যালয়ের তাণ্ডব চালায় হাতির দল। যার জের স্কুলের ভেতরে থাকা মিড ডে মিলের খাবার একেবারে নষ্ট করে দেয় বলে অভিযোগ।
সকাল, সন্ধ্যা বা রাতে জঙ্গল ছেড়ে লাগাতার লোকালয়ে বেরিয়ে আসছে হাতি। এলাকাবাসীদের অভিযোগ স্থানীয় বিট অফিসার এমনকি বনদপ্তরের ওয়াইল্ড লাইফ স্কোয়াডের পক্ষ থেকে কোনোরকম সাহায্য মেলে না। ফোন করা হলেও ঘটনাস্থলে পৌঁছায় না বনদপ্তর। যদিও বন দপ্তরের তরফে জানানো হয়েছে খবর পেলেই ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর।
Comments :0