GK | TAPAN KUMAR BIRAGAYA | ID-UL-FITER | NATUNPATA | 2025 APRIL 4

জানা অজানা | তপন কুমার বৈরাগ্য | পবিত্র ঈদ্-ল-ফিৎর্ | নতুনপাতা | ২০২৫ এপ্রিল ৪

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BIRAGAYA  ID-UL-FITER  NATUNPATA  2025 APRIL 4

জানা অজানা | নতুনপাতা

পবিত্র ঈদ্-ল-ফিৎর্
তপন কুমার বৈরাগ্য

মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এই ঈদ।শুধু মুসলমান
সম্প্রদায়েরই নয় সব মানুষেরই বড় উৎসব এই ঈদ।
এ যেন মানুষে মানুষে মিলনের এক উৎসব।নামাজের শেষে
প্রত্যেকে প্রত্যককে আলিঙ্গন করে কাছে টেনে নেয়।
শুচিতায় ও কল্যাণদীপ্তিময়তায় এ যেন এক শ্রেষ্ঠ পরব।
সারা রমজান মাস জুড়ে রোজা পালন করেন মুসলমান সম্প্রদায়ের
মানুষেরা।চিত্তের শুদ্ধতার জন্য এই উপবাস। হৃদয়কে পবিত্র
করার জন্য সারাটাদিন উপবাস থাকতে হয় ,এমনকি একফোঁটা
জল পর্যন্ত গ্রহণ করতে পারেন না। সন্ধ্যার পর আহার গ্রহণ
করতে হয়।কোরাণপাঠ,কোরাণশ্রবণ,নামাজ প্রভৃতির মাধ্যমে
মুসলমানসম্প্রদায়ের মানুষ নিজেদের পবিত্র রাখেন।
রমজানের শেষদিনে চন্দ্রদর্শন করে পরম প্রভুর উদ্দেশ্যে
শ্রদ্ধা ভক্তি নিবেদন করেন। রোজা শেষ হলে শওয়াল মাসের
প্রথমদিন পবিত্র ঈদ্-ল-ফিৎর্ মহান উৎসব অনুষ্ঠিত হয়।
এইদিন ছোট ছোট ছেলেমেয়েরা নতুন পোশাক পরিধান
করে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়।বড়রাও নতুন পোশাক পরিধান
করে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান,বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষ
পরস্পরের সাথে কুশল বিনিময় করেন।
এই উৎসব সৌভ্রাত্বের,মহামিলনের উৎসব।এই উৎসব চিত্ত
শুদ্ধি , ঈশ্বরের আশীর্বাদ লাভের উৎসব।এই উৎসব আনন্দধারা
ও প্রাণময়তার অন্যতম উৎসব।
এই উৎসব মানুষের মন থেকে সংকীর্ণতা দূর করে দেয়।
এই উৎসব মনের মলিনতা দূর করে দেয়। মানুষ হয়ে মানুষকে
ভালোবাসতে শেখায়। এই উৎসব মানবজীবনের দুঃখ -গ্লানি-বেদনা
মুছে দিয়ে প্রাণপ্রবাহে উদ্দিপ্ত করে।তাইতো এই উৎসব মানুষের
কাছে শ্রেষ্ঠ উৎসব। 
 

Comments :0

Login to leave a comment