Lohit Express

দুর্ঘটনার কবলে লোহিত এক্সপ্রেস

রাজ্য

Lohit Express

অল্পের জন্য রক্ষা লোহিত এক্সপ্রেস। মঙ্গলবার দুপুর ৩২০ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ল লোহিত এক্সপ্রেস। ট্রেনটির ইঞ্জিন খুলে যায় এমনই খবর পাওয়া গিয়েছে স্থানীয় সূত্রে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা।


জানা গেছে গুয়াহাটি থেকে জম্বু তাওয়াই যাওয়ার পথে ডালখোলা স্টেশনে পৌঁছনোর আগেই  সূর্যকমল স্টেশনের মাঝে দুর্ঘটনার মুখে পড়ে আপ ১৫৬৫১ লোহিত এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটির ইঞ্জিন খুলে যায়। সেই সময় ট্রেনটির গতিবেগ কম থাকায় অল্পের জন্য রক্ষা পায় লোহিত এক্সপ্রেস। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় রেল যাত্রীদের মধ্যে। ইতিমধ্যেই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। এই মূহুর্তে রেল পরিষেবা স্বাভাবিক।

Comments :0

Login to leave a comment