MONSOON

সময়ের আগেই বর্ষা, রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা

জাতীয় রাজ্য

এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা আন্দামানে প্রবেশ করবে বলে পূর্বাভাসে জানিয়েছিল হাওয়া অফিস। আগাম পূর্বাভাস মিলিয়ে নির্ধারিত সময়ের প্রায় ১ সপ্তাহ আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করলো এবছরের মরশুমী বর্ষা। মঙ্গলবার মৌসম ভবনের তরফে এই খবর জানানো হয়েছে। ঘোষণা করেছে, আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের একাংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের উত্তরদিকে বর্ষা ঢুকেছে ১৩ মে। নির্ধারিত সময়ের প্রায় সাত দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে প্রবেশ করল বর্ষা। তবে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা কবে প্রবেশ করে এবার তার অপেক্ষা। কেরলে আসার পরেই তা ধীরে ধীরে পূর্ব ভারতে ছড়াতে থাকে। কেরালায় ১ জুন সাধারণত বর্ষা আসার দিন। এবারে তা আগেই আসবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। 
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। নির্ধারিত সময়ের প্রায় ১ সপ্তাহ আগে এবছরের মরশুমী বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করলো। আগামী দু’দিনের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। কেরালায় বর্ষা ঢুকবে ২৭ মে। মঙ্গলবার মৌসম ভবনের তরফে এমনটাই জানানো হয়েছে।  
আলিপুর হাওয়া অফিসের তরফে বলা হয়েছে শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মঙ্গল ও বুধবার। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে মালদার কিছু জায়গায়। 
দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে মঙ্গলবার। মঙ্গল ও বুধবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে। বৃহস্পতি ও শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের সব জেলাতেই। এবছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে জারি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে এবারে ১০৫ শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

Comments :0

Login to leave a comment