বিষ্ণুপুরে দুস্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন গোবিন্দ পাঁজা (৩২) নামে এক যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার পানাকুয়া অঞ্চলের ধারা পাড়ায়। গুলিবিদ্ধ ওই যুবককে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন। এদিকে পানাকুয়া অঞ্চলে দুস্কৃতীদের দৌরাত্ম ও ছিনতাইয়ে ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় মানুষেরা। তাঁদের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে ওই মুরগি ব্যবসায়ীর বাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এই এলাকা দুস্কৃতীদের দৌরাত্ম ও মুক্তাঞ্চলে পরিণত হওয়ায় বিষ্ণুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। ছিনতাই ও গুলিবিদ্ধ যুবকের মৃত্যুর ঘটনায় বিষ্ণুপুর থানার পুলিশ ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, সোমবার রাতে পেশায় মুরগি ব্যবসায়ী শঙ্কর ধারার কর্মচারী দেবাশিস প্রামাণিক বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ওই ব্যবসায়ীর বাড়িতে দিতে আসেন। সেই সময় ৪ দুস্কৃতী ব্যবসায়ীর বাড়ির কাছেতাঁকে ঘিরে ধরে। শূন্যে গুলি করে। তাঁর কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর কাছ থেকে সংগৃহীত টাকার ব্যাগ, মানিব্যাগ, মোবাইল নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থল থেকে ওই দুস্কৃতীরা পালাবার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসীরা দুস্কৃতীদের তাড়া করে। দুস্কৃতীদের গুলিতে গোবিন্দ পাঁজা নামে ওই যুবকের মৃত্যু হয়। তাঁর বাড়ি স্থানীয় কালিচরণপুর এলাকায়। তিনি পেশায় অটো চালক। গ্রামবাসীদের কথায়, ২টি মোটর বাইকে মুখ ঢেকে ৪ দুস্কৃতী টাকা ছিনতাই করে পালাচ্ছিল। গ্রামবাসীরা তাড়া করায় মোটর বাইক ২টি ফেলে গুলি করতে করতে ফাঁকা মাঠ দিয়ে পালিয়ে যায়।
মুরগি ব্যবসায়ীর কর্মচারী দেবাশিস প্রামাণিক জানান, তিনি বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ব্যবসায়ীর বাড়িতে দিতে আসেন। সেই সময় ওই ৪ দুস্কৃতী তাঁকে ঘিরে ধরে শূন্যে গুলি চালায়। তারপর তাঁর কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে নেয়। তাঁর মোবাইল ফোন, মানিব্যাগও নেয় ওই দুস্কৃতীরা। তিনি অভিযোগ করে বলেন, তাঁর কাছে ব্যাগে সংগৃহীত প্রায় ৩ লক্ষ টাকা ছিল। ঘটনার পর তিনি আতঙ্কে পাশে লুকিয়ে ছিলেন।
স্থানীয় গ্রামবাসীরা জানান, রাতে গ্রামে গুলির শব্দে ঘর ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসেন তাঁরা। মুখ ঢাকা অবস্থায় মোটর বাইকে দুস্কৃতীরা পালাচ্ছিল। গ্রামবাসীরা তাড়া করলে ওই দুস্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। গ্রামের রাস্তায় মোটর বাইক নিয়ে পড়ে যায়। বাধ্য হয়ে মোটর বাইক ফেলে রেখে ফাঁকা মাঠ দিয়ে পালিয়ে যায় তারা। দুস্কৃতীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ ওই যুবক লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে কলকাতায় এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। ওই যুবকের নিহতর ঘটনায় পানাকুয়া অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। এর আগেও ওই মুরগি ব্যবসায়ীর বাড়িতে নগদ টাকা ও সোনার গহনা এই দুস্কৃতীরা ছিনতাই করে বলে অভিযোগ। পুলিশকে বারবার জানানো সত্বেও পুলিশ দুস্কৃতীদের দৌরাত্ম বন্ধ করতে কোন পদক্ষেপ নেয়নি বলে তাঁরা জানান। দুস্কৃতীদের গ্রেপ্তার ও এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে সরব হয়েছেন পানাকুয়া অঞ্চলের বাসিন্দারা।
Bishnupur
দুষ্কৃতীদের গুলিতে বিষ্ণুপুরে মৃত যুবক , আটক এক

×
Comments :0