অবসর নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মঙ্গলবার তিনি তাঁর কর্মজীবন থেকে অবসর নিলেন। দেশের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বিআর গাভাই। গত ১১ নভেম্বর সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন সঞ্জীব খান্না। ছয় মাস তিনি প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন।
সুপ্রিম কোর্টের হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়ের অংশ হিসাবে থেকেছেন বিচারপতি খান্না। ৩৭০ ধারা, ইলেক্টোরাল বন্ড, ভিভিপ্যাট সংক্রান্ত মামলার অংশ ছিলেন তিনি।
এদিন বিচারপতি খান্না বলেন, ‘‘বিচার ব্যবস্থার প্রতি মানুষের যেই আস্থা তা অর্জন করতে হয়। আমি মনে করি পরবর্তী যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংবিধানে উল্লেখিত স্বাধীনতা এবং মৌলিক অধিকার গুলো রক্ষা করবেন।’’
Sanjeev Khanna
অবসর নিলেন সঞ্জীব খান্না

×
Comments :0