TEXMACO WORKERS ABHAYA CLINIC

লড়াইয়ের পাশে টেক্সম্যাকোর শ্রমিকরা চালালেন ‘অভয়া ক্লিনিক’

জেলা

টেক্সম্যাকো ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত অভয়া ক্লিনিক।

আর জি করে ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাস্তায় রয়েছে শ্রমিকশ্রেণি। শ্রমজীবী জনতা থেকেছেন মিছিলে, রাত জাগায়। বেলঘড়িয়ায় টেক্সম্যাকোর শ্রমিকরা লড়াইয়ের সংহতিতে, বিচারের দাবিতে চালালেন স্বাস্থ্য শিবির।
রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘অভয়া ক্লিনিক’ এখন বিচারের দাবিতে আন্দোলনের অংশ হয়ে গিয়েছে। রবিবার টেক্সম্যাকো ওয়ার্কার্স ইউনিয়ন বেলঘড়িয়া তিন নম্বর রেলগেটের পাশে বিটিআর ভবনে স্বাস্থ্য শিবির পরিচালনা করেছে। অংশ নিয়েছেন চিকিৎসক নারায়ণ ব্যানার্জি, সায়ন্তন ব্যানার্জি, দেবল রায় এবং বিনয় গুছাইত। 
এই অভয়া ক্লিনিকে ইসিজি, সুগার পরীক্ষা, প্রেশার, ওজন, রক্তে অক্সিজেনের মাত্রা মাপা হয়েছে। দেশপ্রিয় নগরের বাইরে থেকেও এসেছেন বহু নাগরিক। প্রতি মাসে একদিন করে এই অভয়া ক্লিনিক চালাবে বলে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment