DGMO MEETING

পিছিয়ে গেলো ডিজিএমওদের বৈঠক

জাতীয় আন্তর্জাতিক

পিছিয়ে গেলো ভারত এবং পাকিস্তানের দুই দেশের ডিজিএমওদের বৈঠক। বেলা ১২টা থেকে বৈঠক হওয়ার কথা থাকলে তা বিকেলে হতে পারে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। কি কারণে এই বৈঠক পিছিয়ে গেলো তা এখনও জানা যায়নি। 

উল্লেখ্য এদিন ডিজিএমওদের বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে হয় একটি উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও বৈঠকে ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল, সামরিক কর্তা অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান, র্যীয়ের প্রধান রবি সিনহা এবং আইবি প্রধান তপন ডিকা।

২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর থেকে দুই দেশের মধ্যে শুরু হয় সংঘাত। সন্ত্রাসবাদী হামলার প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনা শুরু করে অপারেশন সিঁদুর। সেনার দাবি তাদের এই প্রত্যাঘাতে পাকিস্তানে আশ্রয় নেওয়া প্রায় ১০০ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।

Comments :0

Login to leave a comment