অপারেশন সিঁদুরের পর ভারতীয় বায়ু সেনার ঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হঠাৎ পাজ্ঞাবের আদামপুর এয়ারবেসে যান প্রধানমন্ত্রী। সেখানে বায়ু সেনার আধিকারিক এবং পাইলটদের সাথে ছবিও তোলেন তিনি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় তাদের জেএফ ১৭ ভারতের ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংস করেছেন তারা। কিন্তু এদিন প্রধানমন্ত্রীর পোস্ট করা ছবিতে এস-৪০০ এবং মিগ ২৯ যুদ্ধ বিমান দেখা গিয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে বার বার পাকিস্তান সেনার এই দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। তারা স্পষ্ট ভাবে জানিয়েছে মিথ্যঅ প্রচার করছে পাকিস্তান।
টুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অকুত ভয় এই মানুষদের সাথে দেখা করার মুহুর্ত সব সময় বিশেষ হয়ে থাকে। ভারতীয় সেনা বাহিনীকে অভিনন্দন দেশের প্রতি তাদের দায়বদ্ধতার জন্য।’’
অপারেশন সিঁদুর চলাকালিন ভারতীয় বায়ু সেনার একাধিক জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। কিন্তু সেনা বাহিনীর সুরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক ব্যবস্থার জন্য কোন আঘাত আনতে পারেনি পাকিস্তানের ড্রোন।
গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। সেই হামলার প্রত্যাঘাত হিসাবে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। কেন্দ্রীয় সরকারের দাবি সেনার এই প্রত্যাঘাতে ১০০ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। ন’টি সন্ত্রাসবাদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পহেলগাম হামলায় যারা মূল অভিযুক্ত তাদের ধরা যায়নি। তল্লাসি চলছে, তিনজনের নামে হুলিয়া জারি করা হয়েছে। এই সবের মধ্যে বায়ু সেনার ঘাঁটিতে গিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী।
MODI
বায়ু সেনার ঘাঁটিতে মোদী

×
Comments :0