INDIA BRITAIN GURUDWARA

গুরুদ্বারে বাধা রাষ্ট্রদূতকে, ব্রিটেনকে ক্ষোভ জানালো ভারত

আন্তর্জাতিক

বিক্রম দোরাইস্বামী।

এবার ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সংঘাতে জড়ালো ভারত। স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে ঢোকার পথে আটকানো হয়েছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে। সূত্রের খবর, বিষয়টির ব্যাখ্যা চেয়ে ব্রিটেনের বিদেশমন্ত্রককে চিঠি পাঠিয়েছে ভারত। 

গত শুক্রবার গ্লাসগোয় ওই গুরুদ্বারে প্রবেশের পথে এক শিখ যুবক তাঁর পথ আটকান। তাঁকে ঢুকতে দেওয়া হয়নি গুরুদ্বারে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। দেখা যায় ভারতীয় রাষ্ট্রদূতের সামনো বলা হচ্ছে যে কানাডায় শিখদের ওপর অত্যাচার হচ্ছে। 

কানাডার নাগরিক শিখ ধর্মাবলম্বী হরদীপ সিং নিজ্জর গত জুনে নিহত হন। এই শিখ উগ্রপন্থী হত্যা ঘিরে কানাডার সঙ্গে ভারতের বিরোধ তীব্র হয়েছে। কানাডার অভিযোগ তাদের দেশের মাটিতে নিজ্জরকে হত্যায় জড়িত ভারত। কানাডায় ভারতীয় দূতাবাসে এক শীর্ষস্থানীয় আধিকারিককে বহিষ্কার করা হয়। পালটা পদক্ষেপ নেয় ভারতও। দিল্লিতে কানাডার দূতাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে একাধিক আধিকারিককে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ অস্বীকারও করে ভারত।

কানাডা এবং ভারতের বিবাদের মধ্যে ঢুকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার গ্লাসগোর ঘটনা ঘিরে বিবাদ গড়ালো ব্রিটেনে।    

Comments :0

Login to leave a comment