Rail accident

নমাজ শেষ করে ফেরার পথে উদ্ধার কাজে হাত লাগান সামসুররা

রাজ্য

ছবি- রাজু ভট্টাচার্য।

জয়ন্ত সাহা

 

রাঙাপানির যেই জায়গায় রেল দুর্ঘটনা ঘটেছে তার অদুরেই রয়েছে একটি মসজিদ। ভোরে ঈদের নমাজ শেষ হওয়ার পরপরই কানে আসে ভয়ঙ্কর একটি শব্দ। আওয়াজ শুনে মসজিদ থেকে জনা ২৫ যুবক ছুটে এসে দেখেন দুমড়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কারুর জন্য অপেক্ষা না করেই উদ্ধার কাজ শুরু করেন তারা।

সামসুর আলি নামে এক ব্যাক্তি যিনি ওই সময় উপস্থিত ছিলেন তিনি বলেন, ‘‘নমাজ শেষ হওয়ার পর একটা বিকট শব্দ কানে আসে। আমরা কয়েকজন ছুটে এসে দেখি এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। কোন কিছুর জন্য অপেক্ষা না করেই আমরা উদ্ধার কাজে হাত লাগাই।’’

এই ব্যাক্তিদের দাবি তারা প্রায় ৩০ জনকে ট্রেনের ভিতর থেকে উদ্ধার করেন। ঘটনার প্রায় একঘন্টা পর সিআরপিএফ এবং বাকি উদ্ধারকারি দল ঘটনাস্থলে আসে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার খবর থানায় প্রথম গ্রামবাসীরাই জানায় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার কারণে রেলের দুটি ট্র্যাকেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর একদিকের ট্র্যাক খালি করা হচ্ছে যাতে আসাম গামী ট্রেন গুলো আটকে না থাকে। তবে ট্র্যাক খালি করা হলেও ট্রেন ধীর গতিতে চলবে বলে জানিয়েছে রেল। 

 

Comments :0

Login to leave a comment