Chandrayan 3 in 4th orbit

চতুর্থ ধাপে সফল উৎক্ষেপন চন্দ্রযান ৩

জাতীয়

তৃতীয় ধাপ থেকে চতুর্থ ধাপে সফল ভাবে উন্নিত হল চন্দ্রযান-৩। বৃহষ্পতিবার শরোর তরফে একথা জানান হয়। এবার চাঁদের কক্ষপথে ধীরে ধীরে চলে যাবে চন্দ্রযান। এর পরে ২৫ জুলাই ফের চন্দ্রযানের কক্ষপথ পরিবর্তন করা হবে। তখন পঞ্চম কক্ষপথে নিয়ে যাওয়া হবে চন্দ্রযানকে। 

ইসরো ব্যঙ্গালুরু থেকে ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কের (ISTRAC) মাধ্যম চন্দ্রযানকে নিয়ন্ত্রণ করছে। এখন পর্যন্ত প্রত্যেকটি ধাপ সফল ভাবে উন্নিত করা সম্ভব হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট। গত ১৪ জুলাই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সমফল ভাবে উৎক্ষেপন করা হয় চন্দ্রযান ৩‘কে। উৎক্ষেপনের সাত মিনিটের মদ্যে নিজেকে কক্ষপথে সফলভাবে স্থাপন করতে সক্ষম হয় চন্দ্রযান ৩। 

Comments :0

Login to leave a comment