Junagar violence

জুনাগড়ে মাজার ভাঙাকে কেন্দ্র করে উত্তাল, মৃত ১

জাতীয়

মাজার ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি গুজরাটের জুনাগড়ের মাজেবাদী দরওয়াজা অঞ্চল। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ ব্যক্তির। কি কারণেওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। শুক্রবার রাতে মাজেবাদী দরওয়াজা অঞ্চলে একটি দরগাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। জুনাগড় পৌরসভার দাবি ওই মাজার বেআইনি ভাবে গড়ে উঠেছে এবং ওই জমির মালিক কে তা স্পষ্ট নয়। ফলে পৌরসভা মাজারটি ভাঙার নির্দেশ দেয়। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় লাইন দিয়ে কয়েকজন যুবককে চাবুক মারছে অপর এক যুবক। ওই ভিডিওকে কেন্দ্র করে আরও উত্তেজনা ছড়ায়।

গতকাল রাতে পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ এমনকি লাঠি চার্যও করে। পুলিশ ১৭৪ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার রবি তেজা ভাসামসেট্টি জানিয়েছেন পৌরসভার নোটিস আসার পর ৫০০-৬০০ জন জমায়েত হন। পুলিশের দাবি সেখান গিয়ে বিষয়টি নিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল কিন্তু কয়েকজন গিয়ে রাস্তা অবরোধ করে। তারপর পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় বলে অভিযোগ

Comments :0

Login to leave a comment