Junior Doctor's Rally

‘সেটিং’-র শঙ্কা, বিচারের দাবিতে আদালতে-রাস্তায় লড়াইয়ের বার্তা মিছিলে

রাজ্য কলকাতা

অরিজিৎ মণ্ডল

আন্দোলনের রূপরেখা ঠিক হবে সবার অভিমত নিয়েই। সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষই ঠিক করবে আন্দোলন কোন পথে ভবিষ্যতে এগোবে। 
এমনই জানালেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। বৃহস্পতিবার বিচারের দাবিকে মিছিলে একথা বলেছেন তিনি। 
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে কলকাতার মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত  মিছিল হয়েছে এদিন। মিছিল শেষে শ্যামবাজারে সারারাত অবস্থান কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে প্রতিবাদী চিকিৎসকদের। (এই লিঙ্কে দেখুন ভিডিও)
আরজি করের চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার ৫ মাস অতিক্রান্ত। গত ৯ আগস্ট ভোররাতে আরজিকরের সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ৯ জানুয়ারি সেই ঘটনার ৫ মাস সম্পূর্ণ হলো। এদিনই শিয়ালদহ বিচার আদালত জানিয়েছে শুনানি শেষ। রায় হবে ১৮ জানুয়ারি। কেবল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই অভিযুক্ত করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। চিকিৎসক এবং প্রতিবাদীরা বলছেন, সংগঠিত অপরাধ চক্রের শিকার ওই চিকিৎসক। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। অপরাধ চক্রের আসল মাথাদেরই আড়াল করা হচ্ছে। বিচারের দাবিতে আন্দোলন চলবে।
দেবাশিস হালদার বলেন, "সিবিআই'র ভূমিকা নিয়ে নতুন কিছু বলার নেই। এতদিন হয়ে গেল তদন্ত সঠিকভাবে শেষ পারল না। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন করতে পারল না। তারা ছাড়া পেয়ে গেল। এটা অপদার্থতা নাকি উচ্চ মহলের রাজনৈতিক বোঝাপড়া সেই বিষয়ে আমাদের প্রশ্ন আছে। সেটিং হচ্ছে কিনা আমরা জানি না।’’
এর আগে অনশনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর। একগুচ্ছ আশ্বাস শোনানো হয়েছিল। এ প্রসঙ্গে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘‘আমরা রোগীদের কল্যাণ সাধনে যে কথাগুলি বলেছিলাম তার একটিও কাজ সম্পন্ন হয়নি। আমাদের দাবিগুলি পূরণ করার নামে ‘আই ওয়াশ’ হয়েছে। নিয়োগের একাধিক প্রস্তাব থাকা সত্ত্বেও ওবিসি মামলা ও একাধিক নিয়োগের মামলার কারণ দেখিয়ে তা পূরণ করা হয়নি।’’ 
চিকিৎসক আন্দোলনের নেতা ডা: উৎপল ব্যানার্জি বলেন, "আমাদের আন্দোলনের অভিমুখ এখন দুটো দিকে। একটি হলো আদালত, অপরটি রাস্তা। নির্যাতিতার বাবা-মা নতুন করে কলকাতা হাইকোর্টে আরো গভীর ও বিস্তারিত তদন্ত চেয়েছেন। আমরা সেদিকে তাকিয়ে রয়েছি।’’
তিনি বলেন, ‘‘ আশা করব মহামান্য হাইকোর্ট উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে আমরা যে প্রশ্নগুলি তুলেছিলাম, যেমন সাপ্লিমেন্টারি চার্জশিট এবং তথ্য-প্রমাণ লোপাটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্তদের বিচার বা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিচক্রে দায়ীদের চিহ্নিত করা, হাইকোর্ট সে বিষয়গুলিতে তদন্তের নির্দেশ দেবে।’’ 
এই চিকিৎসক বলেছেন, ‘‘আমরা রাস্তার আন্দোলন আরো তীব্র করব যাতে আমাদের রাজ্য সরকার ও প্রশাসন দুর্নীতি এবং থ্রেট কালচারের মাথাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।"

Comments :0

Login to leave a comment