Indian Premier League

আইপিএলে লখনউ বনাম দিল্লী

খেলা

LSG vs DC

মঙ্গলবার আইপিএলে আকর্ষণীয় ম্যাচ। একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টের মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস্। গত বছর বর্তমান লখনউ দলের অধিনায়ক ঋষভ খেলতেন দিল্লীতে এবং বর্তমান দিল্লী দলের খেলোয়াড় কে এল রাহুল খেলতেন লখনউতে। ফলে বিশেষ আকর্ষণীয় এই ম্যাচ। বর্তমানে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অক্ষর প্যাটেলের দল। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। এখনও অব্দি আইপিএলের ৬টি ম্যাচে দুইদলই জিতেছে ৩টি করে ম্যাচ। ফলে মঙ্গলবার অগ্রগমনের উদ্দেশ্যেই নামবে দুই দল।

লখনৌয়ের সম্ভাব্য প্রথম একাদশ - মার্করম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ , মিলার, সামাদ, রবি বিষ্ণোই, শারদুল ঠাকুর , প্রিন্স, দিগ্বেশ ও আবেশ খান।

দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ - অভিষেক পোরেল, করুন নাইয়ার, রাহুল, স্ট্যাবস, অক্ষর প্যাটেল , আশুতোষ , বিপরাজ, স্টার্ক, কুলদীপ, মোহিত শর্মা ও মুকেশ ।

Comments :0

Login to leave a comment