Landslide hits Maharashtra

মহারাষ্ট্রে ভূমিধস, ক্ষতিগ্রস্থ প্রায় ৪৮টি পরিবার

জাতীয়

বৃহস্পতিবার ভোরে মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসের ফলে প্রায় ৪৮টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে, অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আটকা পড়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) বৃহস্পতিবার জানিয়েছে, ধ্বংসস্তূপের ভেতরে বেশ কয়েকজন লোক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


এনডিআরএফ জানিয়েছে যে দুটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। রায়গড়ের খালাপুর অঞ্চলের ইরশালওয়াদি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে যাতে ৪৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
“এখন পর্যন্ত আমরা ২২ জনকে উদ্ধার করেছি। এখনও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ ও জেলা প্রশাসনের শতাধিক কর্মকর্তা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। আমরা এনডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং কিছু এনজিওর কাছ থেকে সাহায্য পাচ্ছি”, রায়গড় পুলিশ জানিয়েছে।


উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এদিকে রায়গড়ে উদ্ধার অভিযান পর্যালোচনা করতে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এমার্জেন্সি কন্ট্রোল রুমে যান।

Comments :0

Login to leave a comment