JALPAIGURI PANCHAYAT

রাস্তা থেকে হিমঘর, লড়াইয়ের সঙ্গী বামপন্থীরাই

জেলা

JALPAIGURI PANCHAYAT বেলাকোবা অঞ্চলের বানিয়াপাড়া বুথ এলাকার বামফ্রন্টের বৈঠকী সভা।

দীপশুভ্র সান্যাল

এলাকায় রয়েছে তীব্র জলের সংকট, ১০০ দিনের কাজের প্রকল্পের সিসি পাতের রাস্তার ফলক বসলেও হয়নি রাস্তা, এক হাঁটু কাদা দিয়ে বাড়ি ঢুকতে হয় বেশিরভাগ গ্রামবাসীদের। ২০১৩ সালে ও বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় বামপন্থীরা। সদর ব্লকের পঞ্চায়েত সমিতি ও জলপাইগুড়ি জেলা পরিষদেও জয়ী হয়েছিলেন বামপন্থীরা। 

যদিও পরবর্তী সময় জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি গায়ের জোরে দখল করে তৃণমূল কংগ্রেস। বামফ্রন্টের পঞ্চায়েতের সময় অঞ্চলের যে ক’টি রাস্তাঘাট হয়েছিল বর্তমানে সব গুলির পাথর বেরিয়ে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গিয়েছে, গত পাঁচ বছরে হয়নি রাস্তাঘাটের কোন সংস্কার। ২০১৮’র পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের প্রতিশ্রুতি ছিল বাড়ি বাড়ি একটি করে পানীয় জলের কল পৌঁছে দেওয়া হবে।

২০১৮’র পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করে ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস সেই ক্ষোভকে কাজে লাগিয়ে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসভায় ভোটে জিতেছিল সাম্প্রদায়িক শক্তি বিজেপি। পাঁচ বছর হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের। বাড়ি বাড়ি তো দূরের কথা এলাকায় একটি বিশুদ্ধ পানীয় জলের কলও নেই।

বেলাকোবা অঞ্চলের বানিয়াপাড়া বুথে পঞ্চায়েতে এবারের প্রার্থী বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের প্রীতিকণা রায়। পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন সদ্য যুব আন্দোলন শেষ করে কৃষক আন্দোলনে উঠে আসা  সিপিআই(এম) এর তরুণ প্রার্থী চরণ সিং রায়।

শুক্রবার রাতে বেলাকোবা অঞ্চলের বানিয়াপাড়া বুথ এলাকার ভোটাররা এক বৈঠকী সভায় মিলিত হন। পার্টির পক্ষ এলাকার নেতৃবৃন্দ  ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ও নেতাকর্মীদের  সঙ্গে নিয়ে বামফ্রন্ট গত ভাবে বুথের এই বৈঠকী সভা সংগঠিত করেন। 

সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম)’র  শুভায়ু বলহারাধন দেসুধীর রায়, খোকন দাস, বলদেব কান্তিভজন মন্ডলবিশ্বজিৎ রায় , সবেদা খাতুন ফরওয়ার্ড ব্লক দলের পক্ষে উপস্থিত ছিলেন মিহির সেনগুপ্ত ও জয়দীপ সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সভায় উপস্থিত এলাকার কৃষক আলু চাষী হারান মন্ডল অভিযোগ করেন তৃণমূল বিজেপিকে আর এলাকায় পাওয়া যায় না। অথচ আলু চাষীদের হিমঘরে আলু রাখার   সমস্যার সময় পাশে থাকা থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট নিয়ে অঞ্চলে ডেপুটেশন সবেতেই এলাকার মানুষ পাশে পেয়েছেন বামপন্থীদের। তাই এবারের পঞ্চায়েতের ভোটে  রাজ্য ও কেন্দ্রের শাসক দল তৃণমূল ও বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিকে দূরে ঠেলে গরিব মানুষের প্রকৃত বন্ধু বামফ্রন্ট প্রার্থীদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয় যুক্ত করার কথা জানান সভায় উপস্থিত এলাকার ভোটাররা।

Comments :0

Login to leave a comment