Lok Sabha Election 2024

রাত পোহালেই দেশে দ্বিতীয় দফার ভোট ৮৯টি আসনে

জাতীয় লোকসভা ২০২৪

বৃহস্পতিবার বেঙ্গালুরুর ভোটকর্মীরা বুথের উদ্যেশ্যে রওনা হচ্ছেন।

৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২১টি রাজ্যের ১০২টি আসনে ভোটগ্রহণ হয়েছে গত ১৯ এপ্রিল। ২৬ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৮৯ আসনে হবে দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গের ৩ কেন্দ্র দার্জিলিঙ, রায়গঞ্জ এবং দক্ষিণদিনাজপুরেও ভোট হবে। ৮৯টি কেন্দ্রের মধ্যে আসামের ৫টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৩টি, পশ্চিমবঙ্গের ৩টি, জম্মু ও কাশ্মীরের ১টি, কর্ণাটকের ১৪টি, কেরালার ২০টি, মধ্যপ্রদেশের ৭টি, মহারাষ্ট্রের ৮টি, মণিপুরের ১টি, রাজস্থানের ১৩টি, ত্রিপুরার ১টি এবং উত্তরপ্রদেশের ৮টি আসনে নির্বাচন হবে দ্বিতীয় দফায়। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। দ্বিতীয় দফায় সুষ্ঠু ভোট করাতে সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে।
কমিশনের ঘোষণা মতে তৃতীয় দফার ভোট ৭ মে, সেদিন ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪ আসনে ভোট হবে। ১৩ মে চতুর্থ দফার ভোট হবে ৯৬ আসনে দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ কেন্দ্রে ভোট নেওয়া হবে পঞ্চম দফায় ২০ মে। ষষ্ঠ দফার ভোট ২৫ মে, ওই দিন ভোট হবে ৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে। সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট নেওয়া হবে ১ জুন, ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে। দ্বিতীয় দফায় নির্বাচনী লড়াইয়ের রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অ্যানি রাজা, শশী থারুর, ওম বিড়লার মতো প্রার্থীরা।

Comments :0

Login to leave a comment