Maharashtra

মুখ্যমন্ত্রী কে? বিজেপির সিদ্ধান্ত মেনে নেবেন বলেন, শিন্ডে

জাতীয়

বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর প্রথম একা সাংবাদিকদের মুখোমুখি হলেন একনাথ শিন্ডে। জয়ের জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান শিন্ডে। তিনি বলেন, ‘‘সরকারের বিভিন্ন প্রকল্প মানুষকে সাহায্য করেছে তাই তারা সমর্থন জানিয়েছে। আমি নিজেকে কখনও মুখ্যমন্ত্রী মনে করে কাজ করিনি। একজন সাধারণ মানুষ হিসাবে কাজ করে গিয়েছি।’’

শিন্ডে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপি যেই সিদ্ধান্ত নেবে শিবসেনা তাকে সমর্থন করবে। শিন্ডে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সাথে আমার ফোনে কথা হয়েছে। ওনাকে জানিয়েছি সরকার গঠনের ক্ষেত্রে কোন বাধা হয়ে দাঁড়াবো না। এনডিএ যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেবো। মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপি যেই সিদ্ধান্ত নেবে তা শিবসেনা মেনে নেবে।’’

আগামীকাল বিজেপি, শিবসেনা এবং এনসিপির বিধায়কদের নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষনা করা হবে বলে শিন্ডে জানিয়েছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে হবেন তা নিয়ে দড়ি টানাটানি চলছিল বিজেপি এবং শিবসেনার মধ্যে। শিবসেনার দাবি একনাথ মুখ্যমন্ত্রী থাকাকালিন যেই প্রকল্প গুলো নেওয়া হয়েছে তার কারণে মহারাষ্ট্রে এই বিপুল জয়। বিহার মডেলকে সামনে রেখে একনাথকে ফের মুখ্যমন্ত্রী করার দাবি জানায় শিবসেনা। পাল্টা বিজেপির পক্ষ থেকে ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলা হয়েছে। উল্লেখ্য একনাথ শিন্ডেকে সামনে রেখে মারাঠা ভোট নিজেদের দিকে টানতে সক্ষম হয় এনডিএ। 

এদিন শিন্ডের সাংবাদিক সম্মেলনের আগে তার বাসভবনে বৈঠকে বসেন শিবসেনা নেতৃত্ব। 

সদস্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে এনডিএ। মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ২৩২টিতে জয়ী হয়েছে এনডিএ। বিজেপি একা পেয়েছে ১৩২, শিব সেনা ৫৭ এবং এনসিপি ৪১। এই পরিস্থিতিতে বিজেপি নিজের হাতে রাখতে চাইছে ক্ষমতার রাশ।  

Comments :0

Login to leave a comment