MUKTADHARA / KABITA / RANA SARKAR

মুক্তধারা কবিতা / ছড়ার দেশে খরা এলো, কালবোশেখের শেষে

সাহিত্যের পাতা

MUKTADHARA  KABITA  RANA SARKAR

মুক্তধারা / কবিতা

ছড়ার দেশে খরা এলো, কালবোশেখের শেষে
রানা সরকার

কাল বোশেখের ঝড় এলো আজ ভুবন ডাঙার মাঠ পেরিয়ে- 
ঝড়ের দেশে আবীর ধুলো, রঙের খেলা মাঝ আকাশে-
ঘরমুখো সব শান্ত গাভী চিনছে না পথ সঠিক, চোখ বন্ধ গাভীর দল থমকে আছে এগিয়ে- 
বাতাস এলো তাড়িয়ে নিয়ে ভীষণ ঝড়ের কালো, ফেরার কেউ এই দুপুরে নষ্ট আলোর বাতাসে।

কোথায় গেছে কালবোশেখি, কোন সুদূরের পথে- 
কাছেই আছে পারুল ডাঙা, হৃদয় ডাঙার মাঠ- 
সাঁওতাল পাড়ায় মাটির দাওয়া, বৃষ্টি দিল ধুয়ে; 
এমন দিনে হাট বসেছে সোনা ঝুরির হাট বনে, রঙের দেশে পুতুল এলো একটুখানি কাঠ।

কথায় কথায় ছড়ার দেশে সহজ পাঠের পড়া- 
রঙের ইজেল সাজিয়ে এনে খোয়াই ছোটে, ভিন দেশের এক অচিন পাড়ায়- 
ছবির দেশে বাউল নাচে একতারা তার হাতে, বৃষ্টি এলো রিমঝিমিয়ে মিলন মেলার ছড়া- 
নদীর সাথে অনেক কথা অভিমানের আড়ি, ইচ্ছে বাড়ির উঠোনটুকু এই মুলুকের ছায়ায়।

রবিঠাকুরের গাঁয়ের বাড়ি সবুজ কেয়ার ঝাড়, জলের তোড়ে ভাসিয়ে নিলো নষ্ট নদীর খেয়ালে- 
কোথায় কে বা নৌকা গড়ে কেয়া পাতা জুড়ে, ঘর ভেঙেছে নদীটি আজ উধাও নিরুদ্দেশে- 
কালবোশেখি পালিয়ে গেছে ঝড় জলেরই মাঝে, হঠাৎ এবার বন্যা এলো পলাশ বনের আড়ালে- 
বর্ষা এবার লুকিয়ে আছে দূরের মেঘের ছায়ে, সহসা যে বর্ষা এলো কীসের উদ্দেশ্যে।

গরম মাসে এবার গরম চরম সীমা ছাড়িয়ে, বৃষ্টিবাদল নেই যে কোথাও মানুষ বড় বিপদে- 
ভেঙে দিয়ে ঘরবাড়ি সব পালালো কালবোশেখি, দূর প্রদেশে বৃষ্টি এলো ছিটিয়ে শীতল জল- 
বর্ষা এবার কাছেই আছে বৃষ্টি বহুল দেশে, ছড়ার দেশে বোনা হবে চেনা ফসল হিসেবে-, 
বাদলহারা মনের সাড়া নেই যে কোথাও আজ, ছড়ার কথায় ভিজবে উঠে আর হবে না ছল।

Comments :0

Login to leave a comment