MUKTADHARA BAI SANDHYNE 30 JUNE

মুক্তধারা বই সন্ধানে / কবি ফটিক চৌধুরীর

সাহিত্যের পাতা

MUKTADHARA BAI SANDHYNE 30 JUNE 2023

কবির কাছে জীবন মানে কিছু আলো কিছু অন্ধকার 
উপেক্ষিৎ শর্মা

কবি ফটিক চৌধুরীর
অষ্টম কাব্যগ্রন্থ ‘আলোর সুরভি মেখে’ একটি আদ্যন্ত চতুর্দশপদী কবিতা সংকলন। সনেটের আদলে লেখা এই গ্রন্থের প্রথম দিকের একটি কবিতায় তিনি লেখেন, ‘ছন্দের বারান্দায় যত খুঁজে বেড়াই/জীবনের সনেট নিত্যই বদলায়‘ (জীবন)।  জীবনের সনেট অর্থাৎ ছন্দবদ্ধতা অবশ্যই বদলায় তাই কবি বলেন ‘জীবন মানে কিছু আলো কিছু আঁধার’(পাড়ি)। আবার তিনি ‘সুপ্রসন্ন ভোর দিয়ে…’  দিন শূরু করে ‘প্রতিটি ভোরের কাছে রেখে…’ যান ঋণ (ভোর)। আবার এই আপাত-নৈরাশ্য থেকে বেরিয়ে কবি স্পষ্ট উচ্চারণে বলেন, ‘দিনান্তে আমরা পাই যে গোধূলি আলো/এই আলোর জন্যই তো সম্মুখে আসা/তুমি যদি সন্ধ্যার প্রদীপখানি জ্বালো/এ দিনের নাম দেব আমি ভালোবাসা’(একটি দিন)। এ ছাড়া ‘সকাল’, ‘দুপুর’, ‘গভীর রাতের ইশারা’ ইত্যাদি কবিতায় পাই কিছু আত্মগত কথোপকথন। 
সামগ্রিকভাবে তেমন কোনো গভীর বোধের উন্মোচন এ বইতে অনুভূত হল না, হয়তো নির্দ্দিষ্ট ছন্দ, লাইন সংখ্যার সীমাবদ্ধতা এবং অনুপ্রাসের বাধ্যবাধকতায় কবি নিজেকে উজাড় করে দিতে পারেননি। তবে ছাপ্পান্নটি কবিতা একই আদলে লেখার মুনশিয়ানা অবশ্যই প্রশংসার্হ। সুন্দর প্রচ্ছদ ও প্রায় নিখুঁত মুদ্রণ এ গ্রন্থের সম্পদ। বইটির বহুল প্রচারের প্রত্যাশায় থাকব।  

'আলোর সুরভি মেখে'
ফটিক চৌধুরী,
ঈশপ,
বিষ্ণুপুর, বাঁকুড়া।
দাম:১৫০ টাকা।

Comments :0

Login to leave a comment