MUKTADHARA DHUSARBELA MANISH DEB 2 JULY

মুক্তধারা ধূসরবেলা / গণতন্ত্র

সাহিত্যের পাতা

MUKTADHARA   DHUSARBELA  MANISH DEB   2 JULY

ধূসরবেলা

গণতন্ত্র 
মনীষ দেব

গণতন্ত্র এখন অর্ধ-নগ্ন ! 
গণতন্ত্র — এখন চৌরাস্তার মোড়ে — চারদিকে অবাদ লুন্ঠন —
      একদিকে রাষ্ট্র।
      একদিকে শাসক। 
      একদিকে প্রশাসন।
      একদিকে আইন।
আইন বলেই যাবে — গণতন্ত্র লুণ্ঠিত। প্রশাসন বলবে — আইন প্রয়োগিত, কেউ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা? কেউ জানে না। 


আসলে রাষ্ট্র একটা খুঁড়োর কল, সুযোগ এবং সময়ে, সে আপনার সামনে — কখনও দেশ — কখনও গণতন্ত্র কখনও আইন ঝুলিয়ে দেবে — আপনি ছুটতে থাকবেন, ছুটতে থাকবেন, শুধু ছুটতেই থাকবেন আর মনে করবেন — 
     আইন রক্ষা করবে।
     প্রশাসন রক্ষা করবে।
     শাসক রক্ষা করবে।
     রাষ্ট্র রক্ষা করবে। 
এক সময় আপনি দেখবেন, গণতন্ত্র আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে গেছে — আপনি লাশ বইছেন — মনে রাখবেন মহান গণতন্ত্রের লাশ।
     এবং রাষ্ট্র আলখাল্লা বদলে ফেলেছে। 
     শাসক উল্লাস করছে। 
     প্রশাসন ঠুটো জগন্নাথ।
     আইন বলেই চলেছে—
              পবিত্র গণতন্ত্র ! 
              পবিত্র গণতন্ত্র !
              পবিত্র গণতন্ত্র !

 

Comments :0

Login to leave a comment