MUKTADHARA KABITA / MODHUMITA GANGOPADHY

মুক্তধারা কবিতা / স্বাধীন ভোট

সাহিত্যের পাতা

MUKTADHARA  KABITA  MODHUMITA GANGOPADHY

মুক্তধারা  কবিতা

স্বাধীন ভোট
     মধুমিতা গঙ্গোপাধ্যায়

ঘেমে নেয়ে , ভোটকেন্দ্রে পৌঁছে 
      বিষ্ণু সেন,
শোনেন , তিনি কিছুক্ষণ আগেই তার
     ভোটটি দিয়েছেন ।

এই তো তিনি এলেন সবে 
       কালিও নেই হাতে,
ভয়ে ভয়ে মুখটি খোলেন 
  একবার দেখবেন  খাতাটাতে?

সামনে  এলো হেঁড়ে গলার
মস্ত পালোয়ান,
বললো কাকু বলছি 
ভোট হয়ে গেছে  যান ফুটে যান।

বিষ্ণু বাবু  শিক্ষকতার
     এহেন  বড়ো জীবনে,
এমন ধরন ম্যাজিক ভোটের কথা
  শোনেননি কো কানে।

মাংস মদে  ডুবে থাকা 
      বিভোর কিছু ছেলে,
বললো,এই যে দাদু খাবেন নাকি !
দেবো মুখে ঢেলে?

ভেতর ভেতর কষ্ট পেলেন 
      খারাপ হলো মন,
বলছে সবাই  এই তো চাই -
      সাচ্চা উন্নয়ন।

মাথা নিচু মাস্টারমশাই,
    ব্যর্থ তার  মন্ত্র,
এটাই নাকি  নতুন সমাজ
   আর স্বাধীন গণতন্ত্র।

Comments :0

Login to leave a comment