MUKTADHARA KABITA / SUBINOY HEMBROM

মুক্তধারা কবিতা / পদবি হেমব্রম

সাহিত্যের পাতা

MUKTADHARA   KABITA  SUBINOY HEMBROM

কবিতা

পদবি হেমব্রম

সুবিনয় হেমব্রম

 

মানে আমি সাপ ধরে খাই

মাথায় পালক গুঁজে নাচি

 

আমাদের বাড়ির মেয়েরা জঙ্গলে বেড়াতে আসা সৌখিন বিপ্লবীদের মনোরঞ্জন করে

 

আপনি অলচিকি হরফ আর সাঁওতালি ভাষা নিয়ে আপনার ভাসাভাসা জ্ঞান জাহির করে কত আপনি আদিবাসীপ্রেমী প্রমাণ করবেন

 

হেমব্রম মানে আপনি আমায় যাখুশি বোঝাবেন

লড়িয়ে দিয়ে মজা দেখবেন

 

হেমব্রম মানে

আমি চিড়িয়াখানার জীব

আপনি দেখতে আসেন

আর শালপাতায় করে কোটা আর লড়াকু তত্ত্বের চানাচুর আনেন

এরকমই তো ভাবছিলেন

তাই না?

এসব বলছি মানে আমি খাঁটি হেমব্রম নই

তাই মনে হচ্ছে তো?

আপনি আমার চেয়ে বেশি হেমব্রম

বেশি মুসলিম

বেশি সংখ্যালঘু

বেশি অসহায়

বেশি সাহায্য দরকার

বেশি রঙ আপনার মুখে

বেশি পালক আপনার টুপিতে

 

হতাশ হচ্ছেন। তাই না?
পদবি হেমব্রম

সুবিনয় হেমব্রম

মানে আমি সাপ ধরে খাই

মাথায় পালক গুঁজে নাচি

আমাদের বাড়ির মেয়েরা জঙ্গলে বেড়াতে আসা সৌখিন বিপ্লবীদের মনোরঞ্জন করে

 

আপনি অলচিকি হরফ আর সাঁওতালি ভাষা নিয়ে আপনার ভাসাভাসা জ্ঞান জাহির করে কত আপনি আদিবাসীপ্রেমী প্রমাণ করবেন

 

হেমব্রম মানে আপনি আমায় যাখুশি বোঝাবেন

লড়িয়ে দিয়ে মজা দেখবেন

হেমব্রম মানে

আমি চিড়িয়াখানার জীব

আপনি দেখতে আসেন

আর শালপাতায় করে কোটা আর লড়াকু তত্ত্বের চানাচুর আনেন

এরকমই তো ভাবছিলেন

তাই না?

এসব বলছি মানে আমি খাঁটি হেমব্রম নই

তাই মনে হচ্ছে তো?

আপনি আমার চেয়ে বেশি হেমব্রম

বেশি মুসলিম

বেশি সংখ্যালঘু

বেশি অসহায়

বেশি সাহায্য দরকার

বেশি রঙ আপনার মুখে

বেশি পালক আপনার টুপিতে

 

হতাশ হচ্ছেন। তাই না?

 


 

 

Comments :0

Login to leave a comment