MUKTADHARA KABITA KHAGESWAR DAS

মুক্তধারা কবিতা / পথ নির্বাচন

সাহিত্যের পাতা

MUKTADHARA   KABITA  KHAGESWAR DAS

পথ নির্বাচন

খগেশ্বর দাস

ছাইয়ের মতো বাতাসে উড়ছে বিষাদ সময়
সারাটা দুপুর বিনিদ্র মাছের চোখ
বল্লমের দগদগে ক্ষত থেকে 
খুঁজে নেব ক্ষরণের মেধাবী অর্জন ।

কোনো সংলাপই নিরপেক্ষ নয় 
নিরপেক্ষতার কোনো মঞ্চ থাকতে পারে না
কাঁটা তারের দু-পাশ থেকে যুদ্ধ চলাচল
প্রতিটি ভাষণ তুলা যন্ত্রে মেপে পক্ষ স্থির ।


হৃদয়ের অভিমুখ কোন্ দিকে 
বাজাব কাদের তানপুরা 
তারপর স্থির হবে
         কোন্ রঙের পতাকা নেব হাতে । 

Comments :0

Login to leave a comment