MUKTADHARA POEM BIREN CHATTOPADHAY SARANE

মুক্তধারা কবিতা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে

সাহিত্যের পাতা

3 JUNE MUKTADHARA   POEM BIREN CHATTOPADHAY SARANE

মুষ্টিবদ্ধ উত্তরাধিকার
(কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে)
উপেক্ষিৎশর্মা

শ্রদ্ধাস্পদেষু,
অন্ধকারে হেঁটে গেলে কবিদের ছায়াপথ ধরে। 
সেই রাত চেয়েছিল আর-একটু শিথিলতা। 
রক্তচোখে ঘুম থেকে উঠে বলেছিলে,
“কবিরা কোথায় আজ? সবাই কি দুর্যোধনের কেনা?
নাকি বিরাট রাজার ক্রীতদাস?”

রাঢ়ভূমি নড়ে ওঠে তিন পাহাড়ি মাদলের আহ্লাদে।
পাললিক সভ্যতার খোঁজে তুমি বলে ওঠো,
“রাজা আসে  রাজা যায়,
নীল জামা গায়  লাল জামা গায়।
“তারা কেউ খিদে চেনে না। যে খিদের সাহসে 
রক্ত মাখা পোড়া রুটি হাসিমুখে গান গায়
“অগ্নিদগ্ধ দুই হাত কতবার খুলবে তুমি
                 যমের দুয়োরে?”

প্রাথমিক সংস্কার ভুলেটুলে বেহালার ছড় টেনে
অনায়াসে নাক ডাকে উলঙ্গ মহারাজ। 
তার ঘুম চুরমার করে দেবে
তোমারই রেখে যাওয়া মুষ্টিবদ্ধ উত্তরাধিকার।


 

Comments :0

Login to leave a comment