ইপিএলে ড্র হল ম্যানচেস্টার ডার্বি। মাইনচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি ম্যাচের ফলাফল গোলশূন্য। এই মরশুমে রুবেন আমোরিমকে রুখতে ব্যর্থ পেপ। গত নভেম্বরে স্পোটিংয়ের কোচ থাকাকালীন রুবেন হারিয়েছিলেন পেপের সিটিকে ৪-১গোলে। তারপরে ডিসেম্বরের ম্যানচেস্টার ডার্বি জিতেছিল রুবেনের ম্যান ইউনাইটেড। এই ডার্বিতেও রুবেনের বিরুদ্ধে জয় এলনা পেপের । ম্যাচ শেষে টেবিলের ৩১ম্যাচে ৫৩পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল ম্যান সিটি এবং সমসংখ্যক ম্যাচে ৩৮পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে রইল ম্যানচেস্টার ইউনাইটেড।
English Premiere league
ড্র ম্যানচেস্টার ডার্বি

×
Comments :0