Bankura Firing

বাঁকুড়া শহরে দিনেদুপুরে গুলি, হাসপাতালে ৩

জেলা

চার চাকার গাড়ি রাস্তায় আটকে গুলি চালালো দুই বন্দুকবাজ। বেপরোয়া দৌরাত্ম্যে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহরে কেশিয়াকোলে বন্দুকবাজরা আসে বাইকে চেপে। গুলিবিদ্ধ তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

পুলিশের জানিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। এদিন বাঁকুড়া জেলা আদালতে জামিন পেয়ে চার চাকার গাড়িতে চেপে চার জন বর্ধমানের দিকে যাচ্ছিলেন। কেশিয়াকোল হনুমান মন্দিরের কাছে বাইকে চেপে আসা দুই বন্দুকবাজ রাস্তা আটকে গুলি চালায়। গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে যান জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা।

ওই গাড়িতেই ছিলেন বর্ধমান জেলা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটটিইউসি-র সম্পাদক নূর মহম্মদ শাহ। তিনি সংবাদমাধ্যমে বলেন যে তাঁদের গাড়িকে ধাওয়া করে গুলি চালিয়েছে। প্রায় ছ'রাউণ্ড গুলি চলেছে।

Comments :0

Login to leave a comment