NATUNPATA : QUIZZ : AML KAR : ANS. 19 SEPTEMBER 2024 THURSDAY

নতুনপাতা : বলতে পারো : অমল কর : উত্তর ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ছোটদের বিভাগ

NATUNPATA  QUIZZ  AML KAR  ANS 19 SEPTEMBER 2024 THURSDAY

নতুনপাতা : বলতে পারো

 

অমল কর

 

 

 

জিজ্ঞাসা

১) ভারতের সবচেয়ে বয়স্ক ইংলিশ চ্যানেল সাঁতারু কে?
২) ২০২৪ প্যারিস প্যারা অলিম্পিকে ভারত কতগুলো পদক লাভ করে ?
৩) আয়তনে বিশ্বের বৃহত্তম শহর কোনটি?
৪) দুধে কি কি উপকারী উপাদান পাওয়া যায়?
৫) সিসিটিভি-র পুরো কথা কি?
৬) ফরাসি কথাসাহিত্যিক গি দ্য মোপাসাঁ সম্বন্ধে যা জানো দু-চার লাইন লেখো।

সমাধান

১) ভারতের বয়স্ক ইংলিশ চ্যানেল সাঁতারু হলেন ৪৯ বছর বয়স্ক সিদ্ধার্থ আগরওয়াল।তিনি ০৪/০৯/২৪ তারিখে ১৫ ঘন্টা ৬মিনিটে ৪২ কিঃমিঃ ইংলিশ চ্যানেল পার হন।
২) ২০২৪ সালে প্যারিস প্যারা অলিম্পিকে ভারত ৭টি সোনা ৯ টি রুপো এবং ১৩ টি ব্রোঞ্জ মোট ২৯ টি পদক লাভ করে যা প্যারা অলিম্পিকে ভারতের সেরা পদক প্রাপ্তি।
৩) আয়তনে বিশ্বের বৃহত্তম শহর নিউইয়র্ক(১২১৩.৩৭
বর্গকিলোমিটার, স্থলভাগ ৭৮৩.৮৪ বর্গকিলোমিটার)।
৪) দুধে প্রোটিন , ভিটামিন -১২, ক্যালসিয়াম,পটাসিয়াম, ফসফরাস ইত্যাকার উপকারী উপাদান পাওয়া যায়।
৫) সিসিটিভি-র পুরো কথা হল ক্লোসড- সার্কিট টেলিভিশন।
৬) ফরাসি কবি-কথাশিল্পী-ঔপন্যাসিক অরি রনে আলব্যার গি দ্য মোপাসাঁ (১৮৫০-১৮৯৩) বেশকিছু কাব্যগ্রন্থ,তিন শতাধিক ছোটোগল্প, ৬টি
উপন্যাস,৩ টি ভ্রমণ কাহিনি লেখেন।

Comments :0

Login to leave a comment