Gardenrich

গার্ডেনরিচে বহুতল ভেঙে এখনও পর্যন্ত মৃত ৭

রাজ্য কলকাতা

ছবি অমিত কর

রবিবার রাতে কলকাতা পৌরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুরে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে। ঘটনায় নিহতের সংখ্যা সরকারি তথ্য অনুযায়ী ৭ জন জানানো হয়েছে।যদিও স্থানীয় মানুষ বলেছেন দুর্ঘটনায় ৮ থেকে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের অভিযোগ সঠিক তথ্য দেয়নি প্রসাশন। তাঁর বলেছেন আজহার মোল্লা বাগান এলাকায় যে বহুতলটি ভেঙে পড়েছে সেখানে একাধিক ঝুপড়ি বাড়ি রয়েছ। সেগুলোর উপর বহুতলটি ভেঙে বহু মানুষ চাপা পড়েছেন। বিকট শব্দে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে নেমে পড়েন। আসে দমকল ও বিপর্ষয় মোকাবিলা বাহিনী। ক্রেন দিয়ে সিমেন্টের চাঙড় সরিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। রাত ভোর চলে উদ্ধারকাজ। স্থানীয়রা জানাচ্ছেন ধ্বংসস্তূপের নীচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন। তাদের অভিযোগ অবৈধভাবে বহুতলটি নির্মাণ করা হচ্ছিল নিম্নমানের সামগ্রী দিয়ে। 

রবিবার রাত পৌনে দুটো নাগাদ ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সোমবার ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্থদে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার। তিনি শিকার করেছেন যে যেই বহুতল ভেঙে পড়েছে তা সম্পূর্ন বেআইনি। 

স্থানীয়দের অভিযোগ, ভেঙে পড়া বিল্ডিংটি বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছিল। যেখানে এই বিল্ডিংটি ভেঙে পড়েছে সেই এলাকাটি কলকাতা পৌরসভার অন্তর্গত ১৩৪ নম্বর ওয়ার্ড। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এলাকার বিধায়ক। পৌরসভার আইন অমান্য করে বহুতল নির্মাণ হচ্ছিল। ঘিঞ্জি এলাকা, রাস্তা তিন ফুটের। তবুও সেখানে বহুতলের অনুমতি পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বছর দুয়েক আগে থেকে তৈরি হচ্ছিল এই বিল্ডিং। বেআইনি বহুতলে নির্মানের বিষয়ে মেয়র কি কিছুই জানতেন না প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষের একাংশ। তাদের দাবি, অবৈধ ভাবে আরও অনের বহুতল সেই এলাকায় নির্মাণ করা হয়েছে বিগত কয়েক বছর।

Comments :0

Login to leave a comment