রবিবার রাত পৌনে দুটো নাগাদ ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সোমবার ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু।
মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্থদে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার। তিনি শিকার করেছেন যে যেই বহুতল ভেঙে পড়েছে তা সম্পূর্ন বেআইনি।
স্থানীয়দের অভিযোগ, ভেঙে পড়া বিল্ডিংটি বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছিল। যেখানে এই বিল্ডিংটি ভেঙে পড়েছে সেই এলাকাটি কলকাতা পৌরসভার অন্তর্গত ১৩৪ নম্বর ওয়ার্ড। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এলাকার বিধায়ক। পৌরসভার আইন অমান্য করে বহুতল নির্মাণ হচ্ছিল। ঘিঞ্জি এলাকা, রাস্তা তিন ফুটের। তবুও সেখানে বহুতলের অনুমতি পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বছর দুয়েক আগে থেকে তৈরি হচ্ছিল এই বিল্ডিং। বেআইনি বহুতলে নির্মানের বিষয়ে মেয়র কি কিছুই জানতেন না প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষের একাংশ। তাদের দাবি, অবৈধ ভাবে আরও অনের বহুতল সেই এলাকায় নির্মাণ করা হয়েছে বিগত কয়েক বছর।
Comments :0