Eight BJP Workers Arrested

ইন্দাসে দুই বস্তা বোমা সহ ৮বিজেপি কর্মী গ্রেপ্তার

রাজ্য জেলা

8 bjp workers arrested

 
দুই বস্তা বোমা গাড়িতে চাপিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসছিল বিজেপি’র লোকজন। বুধবার এই ঘটনাটি ঘটে ইন্দাস থানার করিষুন্ডা অঞ্চলের বাঁধের পাড় এলাকায়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ চলন্ত অবস্থায় ওই গাড়িটিকে আটক করে। জানা যায় বিজেপির লোকজন আমরুল গ্রামপঞ্চায়েত এলাকা থেকে ইন্দাস ব্লক অফিসে আসছিল। তাদের সঙ্গে কোতুলপুরেরও বেশ কিছু লোক ছিল। পুলিশ গাড়িটির তল্লাসী শুরু করার পরই ভেতর থেকে ২বস্তা বোমা উদ্ধার করে। অনুমান করা হচ্ছে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ওই বোমাগুলি ব্যবহার করা হত। 

 

পুলিশ গাড়ির চালক সহ ৮জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। এলাকার মানুষজনও আশ্চর্য হয়ে যান এই দুবস্তা তাজা বোমা দেখে। বাঁধের পাড় গ্রামের মানুষের বক্তব্য তৃণমূল কংগ্রেস, বিজেপি দুপক্ষই এই আতঙ্ক তৈরি করার খেলায় নেমেছে। একদিকে ইন্দাসের তৃণমূলবাহিনী ব্লক অফিস ঘেরাও করে রেখেছে। অন্যদিকে বিজেপিও বোমা ফাটিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

 
 

Comments :0

Login to leave a comment