Bay of Bengal

বঙ্গোপসাগরে বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণায় নামছে নরওয়ের জাহাজ

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সমীক্ষা করবে নরওয়ের জাহাজ। তা নাকি রাষ্ট্রসঙ্ঘ অনুমোদিত কর্মসূচি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণায় তৈরি হয়েছে সংশয়। 
বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় নরওয়ের একটি গবেষণা জাহাজ আগামী ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে থাকবে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায়  মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম জরিপ পরিচালনা করবে। 
তিনি জানান, প্রায় ৩২ দিন ধরে এ অভিযানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩ জন বিজ্ঞানীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৬ জন গবেষক অংশগ্রহণ করবেন। 
উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর থেকে আহরিত মৎস্যসম্পদ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাত জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সক্ষম হবে। এ জরিপে ছোট পেলাজিক ও মেসোপেলাজিক মাছের প্রাচুর্য ও মজুত নিরূপণ, তলদেশীয় মৎস্যসম্পদের প্রজাতিগত বৈচিত্র্য মূল্যায়ন এবং সামুদ্রিক ইকোসিস্টেমের সার্বিক অবস্থা বিশ্লেষণ করা হবে। পাশাপাশি সমুদ্রের তাপমাত্রা, লবণাক্ততা, স্রোতের গতি, উৎপাদনশীলতা, গভীর সমুদ্র সঞ্চালন ব্যবস্থা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। 
উপদেষ্টা বলেন, মাইক্রোপ্লাস্টিক, সামুদ্রিক আবর্জনা, অক্সিজেন মিনিমাম জোন, কার্বন-ডাই-অক্সাইড ও সমুদ্রপানির অম্লতা বিষয়েও গবেষণা পরিচালিত হবে, যা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর নীতি প্রণয়নে সহায়তা করবে।
ঢাকায় নরওয়ের দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মারিয়ানে রাবে বলেন, নরওয়ে সবসময় বাংলাদেশের সহনীয় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সামুদ্রিক গবেষণায় সহযোগিতা করে আসছে। গবেষণা জাহাজের মাধ্যমে সংগৃহীত তথ্য দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার করবে এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি জিয়াকুন শী বলেন, নরওয়ে সরকারের সহযোগিতায় বাংলাদেশের জন্য বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। 
বাংলাদেশের অন্তবর্তী সরকার আন্তর্জাতিক স্তরে যে বোঝাপড়া করছে তা নিয়ে দেশের ভেতর প্রশ্ন উঠছে। যার অন্যতম রাখাইন করিডোর প্রকল্প। চট্টগ্রাম বন্দরে কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার পরিকল্পনা ঘিরেও বিতর্ক রয়েছে। নরওয়ের সঙ্গে সমুদ্রসীমায় গবেষণার যে প্রকল্প জানানো নিয়েছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Comments :0

Login to leave a comment