মঙ্গলবার পুরুলিয়া শহরের দশেরবাঁধ এলাকায় একটি পুরোনো বন্দুক দোকানে অভিযান চালায় এসটিএফ। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর ওই বন্দুক দোকান শীল করে দেওয়া হয়। ঘটনায় গ্রেপ্তার শেখ মনু নামে এক ব্যক্তি। ঘটনায় শোরগোল পড়েছে শহর পুরুলিয়ায়। সূত্রের খবর দশেরবাঁধ এলাকায় একটি পুরোনো বন্দুক দোকান ছিল পুরুলিয়া শহরের বাসিন্দা সুশীলা অধিয়ার। তার সঙ্গে পরিচিত হন শেখ মনু নামে এক ব্যক্তি। সে পুরুলিয়া শহরের দুলমি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। নিয়মিত সুশীলা আধিয়ার বাড়িতে যাতায়াত ছিল শেখ মনুর। অবৈধ বন্দুক কেনাবেচার সূত্র ধরে এসটিএফ পুরুলিয়া শহরের ওই দোকানে হানা দেয় বলে জানা গিয়েছে। বন্দুক দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করে শেখ মনুর খোঁজ পায় এসটিএফ। তারপরই পুরুলিয়া শহরের দুলমি এলাকার ভাড়া বাড়ি থেকে শেখ মনুকে গ্রেপ্তার করে এসটিএফ। দোকানের মালিক সুশীলা আধিয়া জানিয়েছেন দোকানটি তার স্বামীর ছিল। স্বামী মারা যাওয়ার পর দোকানটি বন্ধ হয়েছিল। তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার দেখা করতে বলা সত্ত্বেও তিনি যেতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে। ম্যানেজার দিয়ে তিনি দোকান চালাতেন বলে জানিয়েছেন। এদিনের অভিযান প্রসঙ্গে তিনি বলেন তিনি ম্যানেজারকে ডেকে পাঠিয়েছেন।
STF
পুরুলিয়া শহরে এসটিএফের হানা

×
Comments :0