শিক্ষক দিবস উদ্যাপনের সঙ্গে জাতীয় পুষ্টি মাস পালন করা হল হুগলী উইমেনস কলেজে। হুগলী মহিলা মহাবিদ্যালয়ের পুষ্টিবিভাগের পক্ষ থেকে মঙ্গলবার এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ঘরোয়া পদ্ধতিতে খাদ্যের ভেজাল নির্ণয় করা হয়।
ছাত্রীরা শিক্ষক ও শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ও অন্যান্য বিভাগের ছাত্রীদের রক্তচাপ, রক্তের শ্রেনী নির্ণয়, উচ্চতা, ওজন, বডি মাস ইনডেক্স ইত্যাদি পরিমাপ করা হয় শিবিরে। এছাড়া রান্নাঘরে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন খাদ্যদ্রব্য উপস্থিত ভেজাল সামগ্রী নির্ণয়ের পদ্ধতি পুষ্টিগুণ নির্ণয় হাতে কলমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটির সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডঃ সীমা ব্যানার্জী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পুষ্টিবিভাগের দুই শিক্ষিকা শ্রেয়া ভট্টাচার্য্য এবং মধুশ্রী ভৌমিক।
Comments :0