Odisha Train Accident

বালেশ্বরের দুর্ঘটনায় মৃত বেড়ে ২৯০

জাতীয়

Odisha Train Accident

ওডিশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত এক কিশোরের মৃত্যু হলো। বিহারের বাসিন্দা ১৭ বছরের প্রকাশ রামের চিকিৎসা চলছিল কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শুক্রবার ওই হাসপাতালেই তার হৃদস্পন্দন থেমে যায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে। প্রকাশের মৃত্যুতে সরকারি হিসাবে ওই ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো ২৯০।
দুর্ঘটনার দিন প্রকাশ ছিল করমণ্ডল এক্সপ্রেসে। দুর্ঘটনায় সে মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিল। এসসিবি হাসপাতালে তার বাঁ পায়ের কিছু অংশ কেটে বাদ দিতে হয়।

হাসপাতালের সুপার জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই কিশোরের অবস্থা স্থিতিশীল ছিল। রাতে সে খেয়েও ছিল। কিন্তু শুক্রবার সকালে হঠাৎই তার অবস্থার অবনতি হতে থাকে ও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। চলতি সপ্তাহে এই নিয়ে ট্রেন দুর্ঘটনায় আহত দুই জনের মৃত্যু হলো হাসপাতালে। এর আগে গত মঙ্গলবার বিহারেরই বিজয় পাশোয়ানের মৃত্যু হয়েছিল এই হাসপাতালেই। এর মধ্যেই সরকারি সূত্রে জানানো হয়েছে, ভুবনেশ্বরের এইমসে এখনও ট্রেন দুর্ঘটনায় নিহত ৮১ জনের মৃতদেহ অশনাক্ত অবস্থায় মর্গে রয়েছে।


 

Comments :0

Login to leave a comment