POETRY — GOURI SENGUPTA | SIDHU KANHU — MUKTADHARA | TUESDAY 2 JULY 2024

কবিতা — গৌরী সেনগুপ্ত | স্বাধীনতার প্রথম পাতা — মুক্তধারা | মঙ্গলবার ২ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   GOURI SENGUPTA  SIDHU KANHU  MUKTADHARA  TUESDAY  2 JULY 2024

কবিতা 

স্বাধীনতার প্রথম পাতা
গৌরী সেনগুপ্ত

মুক্তধারা


রাগ তুলে রেখেছিল অধিকার রক্ষায়
শ্বাপদ শাসক মারছে হাজারো হাজারো
ভগনাদিহির মাঠে উঠল হুংকার
উঠলো হুংকার শ্রমের জমিনটা ছাড়ো ।

জায়গাটা গড়ে ছিল জংলা সাফাইয়ে
সেখানে সাঁওতাল লোক দুমুঠো জিরোয়
মহাজনি লোভের আগুন যে হাঁকায়
কঠোর শ্রমের সাথে করের আদায় ।

সোজাসাপটা জনজাতি হিসাব বোঝে না
ঋণে ঋণে ঘুচে গেল দুমুঠোর আরাম
অনাদায়ে বর্বরের নৃশংস যন্ত্রণা
বিদ্রোহ গড়ে নিল গণসংগ্রাম ।

কামান গোলার সাথে দুর্বল তীর
পারেনি ঠেকাতে তারা পশুর সন্ত্রাস
দলে দলে পড়ে গেল নিরীহের শির
প্রাণ দিল সিধু কানু শোষকের ত্রাস ।

 

Comments :0

Login to leave a comment