কবিতা
শীতের আমেজ
রেখা দাস
নতুনপাতা
শীত মানে মিঠে রোদে,
কবিতার খাতা খোলা,
শীত মানে পাতা ঝরা
সোনালি নুপুর পরা।
শীত মানে বই পড়া
লেপের আড়া মোড়া,
শীত মানে জীবন খাতার
শাখা নাড়া চাড়া।
তবুও যেন ফোময়ে ঘাটতি
রোজকার জীবনে
শীত যেন আর তেমনি
ভাবে আসেনা মননে।
Comments :0