QUIZ — NATUNPATA 13 JULY ANS.

বলতে পারো — অমল কর / নতুনপাতা — সমাধান ১৩ জুলাই

ছোটদের বিভাগ

QUIZ   NATUNPATA 13 JULY  ANS

বলতে পারোসমাধান ১৩ জুলাই 

অমল কর

জিজ্ঞাসা:
১) বিশ্বের দীর্ঘতম শব্দ ভাণ্ডারে
রচিত উপন্যাস কোনটি?
শব্দসংখ্যা কত?
২) পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা?
৩) ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ 
যুদ্ধ সম্মান কোনটা?
৪) কোন্ কোন্ ছদ্মনাম কাজী নজরুল ইসলাম ব্যবহার করতেন?
৫)বিশ্বের কোন্ একমাত্র ক্রিকেটার একই টেস্ট ম্যাচে উভয় ইনিংসে একই রান করে সেঞ্চুরি করেন?
৬)কে প্রথম অর্জুন পুরস্কার পান?

সমাধান:
১) টলস্টয় বিরচিত উপন্যাস "ওয়ার অ্যান্ড পিস" । শব্দসংখ্যা ৫ লক্ষ ৮৭ হাজার ২৮৭ ।
২) পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৪.৯৬ কোটি কিমি।
৩) ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ
যুদ্ধ সম্মান "অশোকচক্র"।
৪) নুরু,নরু,তারাক্ষ্যাপা, নজরুল এছলাম ,মোহম্মদ লোক হাসান,
বাগনান,কহ্লন মিশ্র, ধূমকেতু__এই
আটটি ছদ্মনাম কাজী নজরুল ইসলাম ব্যবহার করেন ।
৫)১৯৮২ সালে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার দিলীপ মেন্ডিস মাদ্রাজ টেস্টে উভয় ইনিংসে  সেঞ্চুরি করেন ১০৫ রান করে।
৬) আফগানিস্তানে জন্ম ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার ২৯ টেস্টে ১২০২ রান এবং বাঁ-হাতি স্লো বোলার হিসেবে ৭৪ উইকেট নিয়ে ১৯১১ সালে প্রথম অর্জুন পুরস্কার পান সেলিম দুরানি।

Comments :0

Login to leave a comment