Rail Blockade

হাসনাবাদ শিয়ালদহ শাখায় বিক্ষোভের মুখে রেলের আধিকারিকরা

জেলা

Rail Blockade

{ads}


হাসনাবাদ শিয়ালদহ শাখায় রেল অবরোধ এবং বিক্ষোভের মুখে রেলের আধিকারিকরা। শনিবার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। হাসনাবাদ শিয়ালদহ শাখার লেবুতলা স্টেশনের ১২ নম্বর রেলগেটের কাছে দফায় দফায় চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসনাবাদ শিয়ালদহ শাখায় বেলেঘাটা স্টেশন থেকে লেবুতলা স্টেশনে ডবল লাইনের কাজ শুরু হয়েছে। এই ডবল লাইনের কাজ শুরু হওয়ার ফলে ১২ নম্বর রেলগেট থেকে স্টেশন যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। যার ফলে রেল লাইনের দু পারে দুটি প্রাইমারি স্কুল ও কয়েকটি মাদ্রাসার ছাত্রছাত্রীরা দুর্ভোগে পড়েছে। প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে একাধিক বার জানিয়ে সমস্যার সমাধান হয়নি। অবশেষে স্কুলের ছাত্র-ছাত্রী এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে ১২ নম্বর রেলগেটে হাতে প্লাকার্ড নিয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখায়। 

 

 

{ads

বিক্ষোভের সময় দুপুর আড়াইটে নাগাদ হাসনাবাদগামী আপ হাসনাবাদ লোকাল ট্রেনটি অবরোধ করে বিক্ষোভকারীরা। ১০ মিনিট ট্রেনের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এরপর ট্রেন চলে যাওয়ার পরে রেলের আধিকারিকরা এলে তারাও বিক্ষোভের মুখে পড়েন। দীর্ঘক্ষণ আলোচনার পর রেল কর্তৃপক্ষ রাস্তা নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসী। এই ঘটনার জেরে লেবুতলা স্টেশনে যাওয়ার সময় প্রায় ১৫ মিনিট ট্রেন দাঁড়িয়ে পড়ে। তবে এ বিষয় নিয়ে রেলের আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন। তারা কোন প্রতিক্রিয়া দেননি।

Comments :0

Login to leave a comment