Book Stall Jalpaiguri

‘ইনকিলাবি’ বুকস্টল জলপাইগুড়িতে, দাবি যুদ্ধবিরতির

জেলা

জলপাইগুড়ি শহরে দীপাবলীতে সন্ধ্যায় এসএফআইয়ের উদ্যোগে শুরু হলো ইনকেলাবি বুক স্টল।

ভারতের ছাত্র ফেডারেশন জলপাইগুড়ি সদর-১ লোকাল কমিটির বুকস্টলে আসছেন বহু মানুষ। দীপাবলিতে মার্কসীয় ও প্রগতিশীল ‘ইনকিলাবি বুকস্টল’-র উদ্বোধন হয়। ডিবিসি রোডে সংগঠনের জেলা দপ্তরের সামনে বুকস্টলের উদ্বোধন করেন সংগঠনের  জেলা সম্পাদক অরিন্দম ঘোষ। 
শিক্ষা ব্যবস্থায় আরএসএসের গৈরিকীকরণ এবং তৃণমূলীকরণের বিরুদ্ধেও লড়াইয়ের আহ্বানও জানিয়েছে বুকস্টল। ১৩-১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বুকস্টল খোলা থাকছে। 
উদ্বোধনে অংশ নেন প্রাক্তন ছাত্র নেতা এবং শ্রমিক আন্দোলনের সর্বভারতীয় স্তরের নেতা জিয়াউল আলম, সংগঠনের জেলা নেতা অনুভব দে, অনির্বান দে পাপাই মহম্মদ প্রমুখ। 
বুক স্টলে প্রতিদিন সাংস্কৃতি কর্মসূচি চালাচ্ছে এসএফআই’র সংস্কৃতিক টিম। প্যালেস্তাইনের ওপর হামলা থামানোর দাবি তুলছেন ছাত্রছাত্রীরা। এসএফআই সদর-১ আঞ্চলিক কমিটির সম্পাদক শুভব্রত ভৌমিক জানান যে মার্কসীয় পত্র পত্রিকা ছাড়াও ছোটদের বিভিন্ন ধরনের বই ও ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিভিন্ন নিয়োগ পরীক্ষার বই রয়েছে। পাওয়া যাচ্ছে সংগঠনের মুখপত্র ‘ছাত্রসংগ্রাম’-র শারদ সংখ্যা।  

 

Comments :0

Login to leave a comment