RUSSIA UKRAINE

রাশিয়ার হামলায় মৃত্যুর অভিযোগ ইউক্রেনের, পালটা ক্ষোভ মস্কোর

আন্তর্জাতিক

সামনের সপ্তাহেই তুরস্কে বৈঠকে বসছে রাশিয়া এবং ইউক্রেন। তুরস্কের বিদেশ মন্ত্রকের সূত্র থেকে এমন সম্ভাবনা জানা গিয়েছে। শনিবার যদিও ইউক্রেন জানিয়েছে যে সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানায় ৩১ জন নিহত হয়েছেন।
এদিকে রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে যে ইউক্রেন নিয়মিত যুদ্ধবিরতির শর্ত ভাঙছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে লাগাতার হামলা চালাচ্ছে। গত মার্চে আমেরিকার প্রস্তাব মেনে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া। 
ইউক্রেনের অভিযোগ, চলতি বছরে সুমিতে এই হামলায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। ইউক্রেনের দাবি, রাশিয়ার হামলায় নিরস্ত্র নাগরিকদের প্রাণহানি হয়েছে। উলটোদিকে রাশিয়ার দাবি, সুমিতে ইউক্রেনের সেনার একটি পদক প্রদান অনুষ্ঠানে পড়েছে ক্ষেপণাস্ত্র। ঘটনায় আহত এবং নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে দাবি জানিয়েছে ইউক্রেন।
বিশ্ব জনমত এই যুদ্ধ বন্ধের পক্ষে। রাশিয়ার অভিযোগ, আমেরিকার নেতৃত্বে চলা যুদ্ধজোট ন্যাটোর মদতেই ইউক্রেনের মাটি থেকে হচ্ছে হামলা। ন্যাটোকে পূর্ব ইউরোপ থেকে হাত গোটাতে হবে। ন্যাটোর সক্রিয়তার কারণেই সামরিক সংঘাতের মীমাংসা হচ্ছে না। 
তুরস্কে রাশিয়া-ইউক্রেন বৈঠক হলে আন্তর্জাতিক বাজার কৃষিজাত পণ্যের জন্য খুলে দেওয়ার দাবি তোলার কথা জানিয়েছে মস্কো। ‘কৃষ্ণসাগর শস্য উদ্যোগ’ ফের চালু করার দাবি তুলবে রাশিয়া। এই বোঝাপড়া হয়েছিল ২০২২-এ। রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতায় ঠিক হয়েছিল ইউক্রেনের কৃষিপণ্য বাণিজ্যের অনুমতি দেবে রাশিয়া। তার বিনিময়ে রাশিয়ার চাপানো নিষেধাজ্ঞা হটাতে হবে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে। 
মস্কোর বক্তব্য, রাশিয়ার কৃষিবাণিজ্য এবং আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে এই নিষেধাজ্ঞা হটানোর দাবি উঠবে। তুরস্কের আঙ্কারায় নৌসেনার প্রধান দপ্তরে মঙ্গল ও বুধবার হতে পারে এই বৈঠক। এর আগে সৌদি আরবের রিয়াধে আমেরিকার প্রতিনিধিদের উপস্থিতিতে রাশিয়া-ইউক্রেন বৈঠক হয়েছিল।

Comments :0

Login to leave a comment