Doda Accident Tarigami

কেন মৃত্যুফাঁদ ডোডা, খতিয়ে দেখার দাবি তারিগামির

জাতীয়

স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারের কাজে।

মৃত্যুফাঁদ হয়ে উঠেছে ডোডা। একের পর এক সড়ক দুর্ঘটনা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বহু প্রস্তাব দেওয়া হলেও শোনা হচ্ছে না। ডোডার আসারে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যুতে এই ভাষাতেই খেদ জানালেন সিপিআই(এম) নেতা মহম্মদ ইউসুফ তারিগামি। 

অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায়। তারিগামি বলছেন, কেবল একদিনের ঘটনা নয়। বারবারই এমন হচ্ছে। বিধানসভায় বিষয়টি আলোচনা হয়েছিল। একাধিক প্রস্তাবও দেওয়া হয়েছিল। প্রশাসন কার্যকর করেনি। 

জম্মু ও কাশ্মীরে এখন যদিও বিধানসভাই নেই। কেন্দ্রের শাসন চলছে। এদিন দুর্ঘটনার পর রাজ্য প্রশাসন এবং কেন্দ্রের তরফে শোকবার্তা আসতে থাকে। তারিগামি বলেছেন, কেবল শোক জানানোই যথেষ্ট নয়। কেন বারবার এই এলাকায় দুর্ঘটনা হচ্ছে বিশেষজ্ঞদের দিয়ে খতিয়ে দেখা দরকার। তা’হলে বহু প্রাণ ভবিষ্যতে দুর্ঘটনা থেকে বাঁচতে পারে। নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার দাবিও তুলেছেন এই প্রাক্তন বিধায়ক। 

Comments :0

Login to leave a comment