Xi

আধুনিক সমাজতান্ত্রিক সমাজ গঠনই কেন্দ্রীয় কর্তব্য: শি

আন্তর্জাতিক

Xi

 


চীনের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয় বার দায়িত্ব গ্রহণের পরে তাঁর প্রথম ভাষণে শি জিনপিঙ বলেছেন, এখন থেকে এই শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত কেন্দ্রীয় কর্তব্য চীনকে সমস্ত দিক থেকেই আধুনিক সমাজতান্ত্রিক সমাজে পরিণত করা। জাতীয় গণকংগ্রেসের সমাপ্তি অধিবেশনে শি বলেন, মহান আধুনিক সমাজতান্ত্রিক সমাজ ও জাতীয় পুনরুজ্জীবনের রিলে ব্যাটন এখন ঐতিহাসিক ভাবেই আমাদের প্রজন্মের হাতে। সেই লক্ষ্যে চীনকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও উন্নত করা, শিল্পের রূপান্তর, শহর ও গ্রামের মধ্যে সমন্বিত উন্নয়ন, পরিবেশ বান্ধব উন্নয়নে জোর দিতে হবে। এই উন্নয়নের কাজ পরিচালিত হবে জনগণ-কেন্দ্রিক দর্শনের দ্বারা। এমন ভাবে নীতি অনুসরণ করতে হবে যাতে সমৃদ্ধির ফসল আরও স্পষ্ট ভাবে জনগণের মধ্যে বণ্টিত হয়। 
শি চীনের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার কথাও বলেছেন। সশস্ত্র বাহিনীকে ‘ইস্পাতের প্রাচীর’ হিসেবে গড়ে তুলতে হবে। 
শি বলেছেন, পার্টিকে আত্ম-সংস্কার করার সাহস রাখতে হবে। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে লড়াই করতে হবে।

Comments :0

Login to leave a comment