High Court

হাইকোর্টে প্রতিবাদ আইনজীবীদের

রাজ্য

হাইকোর্টে মিছিল আইনজীবীদের। ছবি : দিলীপ সেন।

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। বর্ষীয়ান এবং জুনিয়ার আইনজীবীরা একসাথে এদিন আওয়াজ তোলেন আরজি কর কাণ্ডের দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। এদিন হাইকোর্ট চত্বরে হয় এই মিছিল। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, সিপিআই(এম)’র রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন মিছিলে। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের থেকে মামলা হাতে নিয়েছে সিবিআই। চারদিন দফায় দফায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নির্যাতীতার পরিবারের দাবি তাকে হেপাজতে নিতে হবে এর পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারকেও তদন্তের আওতায় আনার কথা তারা বলেছেন। 

এদিন হাইকোর্টে প্রতিবাদ চলাকালিন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়ের সাথে বচসায় জড়ান আন্দোলনরত আইনজীবীরা। তৃণমূল সাংসদ হঠাৎ বলেন ১৪ আগস্ট রাতে হাসপাতালে ভাঙচুর করেছে সিপিআই(এম) কর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়।

উল্লেখ্য এখনও পর্যন্ত হাসপাতালের ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কেউ সিপিআই(এম) কর্মী নয়। তারা নিজেরাই জানিয়েছেন তারা তৃণমূল কর্মী। তবে মুখ্যমন্ত্রী এই ঘটনার পর যখন বলেন, ডিওয়াইএফআই এবং এসএফআই এই হামলার সাথে যুক্ত তারপর থেকেই কোন ওয়ারেন্ট ছাড়া তুলে আনা হয়েছে এসএফআই, ডিওয়াইএফআই কর্মীদের। সমন পাঠানো হয়েছে মীনাক্ষী মুখার্জি সহ সাতজন ছাত্র যুব নেতৃত্বকে।

এছাড়া আরজি কর নিয়ে প্রতিবাদ জানালেই যে কোন ব্যাক্তিকেই সমন পাঠানো হচ্ছে লালবাজারের পক্ষ থেকে।  

Comments :0

Login to leave a comment