Panchayat Election 2023

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েই তৃণমূলে বিজেপি প্রার্থী

রাজ্য

Panchayat Election 2023

[ad}
বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েই সাথে সাথেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি প্রার্থী। ঘটনা দুবরাজপুরের, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন লক্ষ্মী মুর্মু। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের রোজমেরী কিস্কু, সিপিআই(এম)’র লক্ষ্মী মার্ডি এবং বিজেপির লক্ষ্মী মুর্মু দাঁড়িয়েছিলেন। কিন্তু মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তৃণমূল কংগ্রেসের রোজমেরী কিস্কু স্ক্রুটিনিতে বাদ পড়ে যান। ফলে লড়াইটা ছিল সিপিআই(এম) ও বিজেপির। কিন্তু এদিন সিপিআই(এম) প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হোন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু। মনোনয়ন প্রত্যাহার শেষ হতে না হতেই বিজেপি প্রার্থী হাতে তুলে নিয়েছেন তৃণমূলের পতাকা। প্রার্থীর ছেলে কার্তিক মুর্মুর দাবি,  তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখেই এই  যোগদান। আমরা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেসে রয়েছি। মাকে ভুল বুঝিয়ে বিজেপি প্রার্থী করেছিল।
[ad}

Comments :0

Login to leave a comment